Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Aditya Narayan Udit Narayan

‘আদিত্যকে বার বার বলেছিলাম নেহাকে বিয়ে করতে’, বিস্ফোরক উদিত

এ বছরেই বিয়ে করছেন আদিত্য? উত্তর খুঁজছেন নেটাগরিকরা।

বাঁ দিকে নেহা এবং ডান দিকে বাবা উদিতের সঙ্গে আদিত্য।

বাঁ দিকে নেহা এবং ডান দিকে বাবা উদিতের সঙ্গে আদিত্য।

নিজস্ব প্রতিবেদন 
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৩
Share: Save:

নেহা-আদিত্য বিয়ে-বিতর্ক যেন থামতেই চাইছে না। সাময়িক ভাবে থিতিয়ে গেলেও সম্প্রতি উদিত নারায়ণের একটি মন্তব্যে আবারও ঘি পড়ল আগুনে।

উদিত চেয়েছিলেন নেহাকে বাড়ির বউ করে আনতে। এ জন্য আদিত্যকে বার বার বোঝানোরও চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু লাভ হয়নি কিছুতেই। রাজি হননি আদিত্য। উদিতের কথায়, “আপনার বললে হয়তো বিশ্বাস করবেন না, প্রচুর বার ওঁকে কনভিন্স করতে চেয়েছি আমি। নেহাকে নিয়ে মজাও করেছি কত। কিন্তু প্রতিবারই আমাকে ‘না’ বলে দিয়েছে ও। স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বিয়ে নয়। এই মুহূর্তে কেরিয়ারই তাঁর কাছে বেশি মূল্যবান।”নেহার প্রশংসায় পঞ্চমুখ উদিত। বললেন, “বর্তমানে সেরা গায়িকাদের তালিকায় নেহার নাম আসবে প্রথম সারিতে। খুব ভাল কাজ করছে ও।”

এ দিকে কিছু দিন আগে নেহা এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, আদিত্যর নাকি এ বছরেই বিয়ে। পাত্রী আদিত্যরই বহুদিনের গার্লফ্রেন্ড। যদিও সেই মানুষটির নাম প্রকাশ করেননি নেহা।

আরও পড়ুন-রণবীর-কঙ্কনা এ বার বিবাহ বিচ্ছেদের পথে

#IndianIdol11 Finale ❤️ Aaj Raat Tonight at 8 pm. Only on @sonytvofficial 😎 . @thecontentteamofficial

A post shared by Neha Kakkar (@nehakakkar) on

নেহা-আদিত্যর বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। যে চ্যানেলে ওই দু’জন একসঙ্গে কাজ করতেন সেই চ্যানেলের পক্ষ থেকে শুধুমাত্র টিআরপির জন্যই ‘গিমিক’ তৈরি করা হয়েছিল। যে ভাবে নেহা-আদিত্যর পরিবারকেও গোটা ঘটনায় শামিল করা হয়েছিল নেটাগরিকরাও বিশ্বাস করে নিয়েছিলেন, সত্যিই বুঝি এক হচ্ছে চার হাত। কিন্তু আদিত্যই নীরবতা ভেঙেছিলেন প্রথম। জানিয়েছিলেন সবটাই প্রচারের জন্য। একটু যে বাড়াবাড়ি হয়ে গিয়েছে, সে কথাও স্বীকার করে নিয়েছিলেন তিনি। নেহার গলাতেও শোনা গিয়েছিল একই সুর।

এ বছরেই বিয়ে করছেন আদিত্য? উত্তর খুঁজছেন নেটাগরিকরা।

আরও পড়ুন-নেহা নয়, এ বছরই অন্য নারীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আদিত্য

অন্য বিষয়গুলি:

Aditya Narayan Neha Kakkar Udit Narayan Bollywood Marriage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy