মঞ্চে উদিত নারায়ণ। গাইছেন ‘টিপ টিপ বরসা পানি’। অনুরাগীর আবদার নিজস্বী তোলার। কিন্তু গায়ক অবশ্য নিজস্বী নয়, সঙ্গে বিলোচ্ছেন চুম্বনও। হঠাৎই এক তরুণীর ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরলেন উদিত নারায়ণ। ততক্ষণে হই হই দর্শকাসনে, হতচকিত হয়ে যান ওই মহিলা অনুরাগী। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিয়ো। তীব্র কটাক্ষ, সমালোচনা গায়কের এই কীর্তি দেখে। অবশেষে মুখ খুললেন উদিত।
আরও পড়ুন:
সুদীর্ঘ কেরিয়ার হিন্দি সিনেমায়। ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান। স্বভাবের দিকে বরাবরই রসিক। তার প্রমাণ বিভিন্ন সময় রিয়্যালিটি শো থেকে কমেডি শোয়ের মঞ্চে উদিত দিয়েছেন। কিন্তু এ বার তরুণীর ঠোঁটে ঠোঁট রাখার ঘটনায় গায়ক বলেন, ‘‘আসলে আমাদের পরিবারের কোনও ধরনের বিতর্ক নেই। আমার ছেলেও বড্ড শান্ত স্বভাবের, কোনও ঝামেলায় থাকে না। আমি যখন মঞ্চে গাই আমাকে দেখে তখন অনেকের পাগল মনে হতে পারে। আসলে শ্রোতারা আমাকে ভালবাসেন, তাঁদের খুশি করা আমারও দায়িত্ব।নয়তো আমি তেমন ধারার মানুষ নই।’’
দীর্ঘ ৪৬ বছরের বলিউডে কেরিয়ার তাঁর। বড় বড় মঞ্চে গেয়েছেন, অনুষ্ঠান করেছেন। কিন্তু সে দিনে আসলে ঠিক কী কারণে এমন কাণ্ড করলেন? সেই প্রসঙ্গে উদিত বলেন, ‘‘ আসলে অনুরাগীরা আমাদের দেখে পাগলের মতো করতে থাকে। আমি নিপাট ভদ্রলোক। ওরা যখন সামনে থেকে এতটা ভালবাসা দেয় তখন সেটাকে আগ্রাহ্য কি করা যায়! দেখুন অনুষ্ঠানে অনুরাগীরা হাত ধরতে চায়। ছবি তুলতে চায়, কেউ হাতে চুমু দেয়। এ সব বিষয়ে বেশি মাথা ঘামানো উচিত।’’
সে দিন ঠিক কী ঘটেছিল? মঞ্চের উপর গান গাইছিলেন উদিত। নীচে অনুরাগীদের মধ্যে কোনও এক জন প্রথম বার তাঁর কাছে নিজস্বীর আবদার জানালেন। সে আবদার রাখতে মঞ্চে হাঁটু মুড়ে বসলেন গায়ক। তুললেন নিজস্বী। তার পর মহিলা ভক্তের গালে এঁকে দিলেন ভালবাসার চিহ্ন। এ ভাবে অনেকেই ছবি তুললেন, কিন্তু চুম্বন পেলেন জনা তিনেক মহিলা ভক্ত। একেবারে শেষে উদিত মঞ্চের অন্য প্রান্তে হেঁটে এলেন। নিরাপত্তারক্ষীকে ইশারায় বললেন আর এক তরুণীকে কাছে আসতে দিতে। সেই তরুণী মঞ্চের নীচে মোবাইল নিয়ে উপস্থিত হতেই উদিত তাঁর ঘাড় জড়িয়ে ধরে ছবি তুললেন। তার পর ওই তরুণীই চুম্বন করলেন উদিতের গালে। ঠিক তখনই উদিত গুঁজে দেন তাঁর ঠোঁট তরুণীর ঠোঁটে।