দু’বার বিবাহবিচ্ছেদ। কিন্তু প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে অভিনেতা আমির খানের। প্রথম স্ত্রী রিনা দত্ত। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ছবির কাজ করেন রীতিমতো। আমিরের প্রযোজনায় কিরণের ছবি শামিল হয়েছিল অস্কার দৌড়ে। গত বছর মেয়ে আইরা খানের বিয়ের সময় দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে বিয়ের সব অনুষ্ঠান উদ্যাপন করেন। সে সব ছবিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। যদিও মাঝে শোনা যায় ‘দঙ্গল’ ছবির সহ-অভিনেত্রী ফতিমা সানা শেখের প্রেমে পড়েছেন আমির। সেই কারণে নাকি কিরণের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। তবে ফতিমা নন, নেপথ্যে রয়েছেন অন্য নারী। ইতিমধ্যে পরিবারের সঙ্গে আলাপ সেরে ফেলেছেন তাঁরা। আমিরের নতুন মনের মানুষ কে?
আরও পড়ুন:
২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাধিক বার ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছে আমির খানের। ‘দঙ্গল’ ও ‘ঠগস অফ হিন্দোস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েন তাঁরা। আমিরের বাড়িতে অবাধ যাতায়াত ছিল তাঁর। আমির-কন্যা আইরা খানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফতিমার। আইরার বাগ্দানে সকাল থেকে হাজির ছিলেন তিনি। কিন্তু আচমকাই নাকি আমির-ফতিমার সম্পর্কে ছন্দপতন হয়। তাঁদের সম্পর্কে নাকি চিড় ধরেছে। আইরার বাগ্দানে সেজেগুজে সারা দিন আনন্দ করেছিলেন যিনি, সেই ফতিমার দেখা মেলেনি আমির-কন্যা আইরার বিয়েতে। তখন থেকেই দুইয়ে দুইয়ে চার করেন অনেকে। সূত্রের খবর, বেঙ্গালুরু নিবাসী এক নারীর প্রেমে পড়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই পরিবারের সকলের সঙ্গে আলাপ পর্ব সেরে ফেলেছেন। সকলে খোলা মনে স্বাগত জানিয়েছেন নতুন জুটিকে। যদিও নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে চান অভিনেতা। এই প্রসঙ্গে তাঁর তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।