টুইঙ্কল খান্না।
নারীবাদী হতে কি কোনও বিশেষ শিক্ষার প্রয়োজন? এর জবাবে টুইঙ্কল খান্না বলেছিলেন, পুরুষকে তাঁর জীবনে অপ্রয়োজনীও, এই বোধ থেকেই তিনি নারীবাদী হয়েছেন। কেন না তাঁর বরাবরই মনে হয়েছে ছেলেরা হল হ্যান্ডব্যাগের মতো। লুই উইটোঁর মতো ব্র্যান্ডেড হলে তো ভালই, তবে তার বদলে যদি হাতে প্লাস্টিকের ব্যাগ হয়, তা দিয়েও কাজ চালিয়ে নেওয়া যায়।
বছর তিনেক আগে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার পত্নী টুইঙ্কল খান্নার এমনই এক মন্তব্য ভেসে উঠেছে সমাজমাধ্যমে। পুরুষকে একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যাগের সঙ্গে তুলনা করে টুইঙ্কল ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর মা ডিম্পল কাপাডিয়া তাঁকে শিখিয়েছেন, পুরুষ তাঁদের জীবনে কখনওই প্রয়োজনীয় নয়।তিনি লেখেন, ‘আমরা নারী-পুরুষ সমতা, লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা করিনি কখনও। তবে মায়ের শিক্ষায় আমি ছোট থেকেই বুঝে গিয়েছিলাম, ছেলেরা হল হ্যান্ড ব্যাগের মতো, সুন্দর হোক বা প্লাস্টিকের কাজ চালিয়ে নেওয়া যাবে।‘
টুইঙ্কলের এই সাক্ষাৎকারটি টুইটারে এক ইউজার সম্প্রতি শেয়ার করে লেখেন, এমন একটি মন্তব্য করার জন্য টুইঙ্কল খান্নাকে নিশ্চয়ই তীব্র সমালোচনার শিকার হতে হয়েছিল! জবাব দিয়েছেন টুইঙ্কল নিজেই। সমাজ মাধ্যমে ওই ব্যক্তিকে ট্যাগ করে লিখেছেন, ‘যদি আগে সমালোচনা না-ও হয়ে থাকে, এ বার হতেই হবে। আপনার দৌলতে।’
If I wasn’t trolled earlier Mr Joshi, you are going to ensure that I am now :) https://t.co/NF4rIfOz0F
— Twinkle Khanna (@mrsfunnybones) January 14, 2021
ঠাট্টার সুরেই কথাটি বলেছিলেন টুইঙ্কল।যদিও তাঁর আশঙ্কা সত্যি হয়নি। বরং লিঙ্গ বৈষম্য, নারীবাদ ও অন্যান্য বিষয় নিয়ে টুইঙ্কলের ওই সাক্ষাৎকারের প্রশংসাই করেছেন নেটাগরিকরা। তবে অনেক পুরুষ অনুরাগী এ-ও বলেছেন, তোমার দৃষ্টিভঙ্গী অসাধারণ। কিন্তু, প্লাস্টিক ব্যাগের সঙ্গে আমাদের তুলনা টানলে? একটু করুণা হল না তোমার!
আরও পড়ুন : খুব শিগগিরি নতুন খবর আসছে, জানালেন উর্বশী রউতেলা
আরও পড়ুন : শ্রীদেবীর কন্যা আর সইফ পুত্রের বন্ধুত্ব! নতুন স্টারকিড জুটি নিয়ে গুঞ্জন বাড়ছে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy