Advertisement
০৮ নভেম্বর ২০২৪
kabir suman

সুমনের গানের প্যারোডি কাব্যে এ বার ‘টুম্পা সোনা’! কবির লড়াই? প্রশ্নটা সহজ, উত্তর অজানা

সিপিএম-এর ‘টুম্পা’ গানের প্যারোডি নিয়ে কম চর্চা-বিতর্ক হয়নি। গানের কথায় কি পুরুষতান্ত্রিকতা আছে?

কবীর সুমনের গানের প্যারোডি

কবীর সুমনের গানের প্যারোডি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৫৯
Share: Save:

ব্রিগেডের আগে আবার চর্চায় ‘টুম্পাসোনা’। এ বার অজ্ঞাতনামা কবির কলমে। সিপিএম-এর ‘টুম্পা’ গানের প্যারোডি নিয়ে কম চর্চা-বিতর্ক হয়নি। গানের কথায় কি পুরুষতান্ত্রিকতা আছে? এ নিয়েও বঙ্গ সমাজ দ্বিধাবিভক্ত।
সেই গান নিয়ে বিতর্ক যখন চরমে, তখনই আবার নেটরাজ্যে ছড়িয়ে পড়ল আরও এক ‘টুম্পা’-কাব্য। যা নিয়ে ঘুম ছুটেছে নেটাগরিকদের। কারণ, এ বার ‘টুম্পা’-র প্রবেশ ঘটেছে সুমন-দুনিয়ায়। কবীর সুমন।

কী লিখেছেন অজানা কবি?

‘‘টুম্পাকে শত যুদ্ধেও জেতা যায় না/টুম্পার মন পেয়ারার মতো ডাঁসা/টুম্পা সোনার নরম গালের পাশে/হাম্পির মতো রাত জাগে ভালবাসা...’’

এই গানে অবশ্য ব্রিগেড নেই। শুধু সুমন আছেন। ফলে ভোল্টেজ আরও বেশি। মনে পড়ে কবীর সুমনের ‘ভালবাসা শত যুদ্ধেও জেতা যায় না...’?

কে লিখলেন এমন গোছানো কাব্য? ছন্দের যত্নে কোথাও অভাব নেই। বাছাই শব্দচয়ন এবং অন্ত্যমিলে পাকা হাতের ছাপ। চাইলে দিব্যি সুর করে গাওয়া যায় সুমনের গানের সুরে বসিয়ে। কিন্তু নাম নেই কারও।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া এ গানের নীচে লেখকের নাম নেই। শুধুই বলা আছে, ‘সংগৃহীত’। তবে এই ভাবনার ‘ব্যপ্তি’ মন ছুঁয়েছে নেটাগরিকদের। জনে জনে লেখককে কুর্নিশ জানাচ্ছেন।

পাঠকের জ্ঞাতার্থে পুরো কবিতাটি উদ্ধৃত করছে আনন্দবাজার ডিজিটাল:

টুম্পাকে শত যুদ্ধেও জেতা যায় না
টুম্পা’র মন পেয়ারার মতো ডাঁসা
টুম্পা সোনার নরম গালের পাশে
হাম্পির মতো রাত জাগে ভালবাসা

খ্যাপাটে জুয়ায় খোলা ছিল জানলাটা
বউ পালিয়েছে কখন তা কে বা জানে
রেললাইনেই গলা দেবো ভেবেছিলাম
টুম্পা তখন বোঝালো প্রেমের মানে

তারাপীঠে বিয়ে, দিঘা যাবো হানিমুনে
আদরের খাটে গাঁদাফুল হবে তাজা
নাকে নাক ঘষে বলবো হাম্পি খেয়ে
পায়ে পড়ি তোর, খৈনি ছাড়ব, আ যা!

ভালবাসা চিরউন্মাদ ন্যালাখ্যাপা
ভালবাসা যেন মিঠুনদা ঝিনচ্যাক
সূর্য উঠলে ধ্যানমগ্নের পোচে
তথাগত হয়ে মামলেটটাকে দ্যাখ

আর কী ছিল কবীর সুমনের সেই গান? দেখে নিন...

ভালবাসা শত যুদ্ধেও জেতা যায় না
ভালবাসা লুটতরাজ কীর্তিনাশা
একা মেয়েটার নরম গালের পাশে
প্রহরীর মতো রাত জাগে ভালবাসা

ভালবাসা এক আজন্ম সন্ন্যাসী
ভালবাসা ধ্যানমগ্ন তাপসী যেন
শ্বাস-প্রশ্বাসে প্রাণায়াম করে নেওয়া
তথাগত হয়ে আমায় ডাকছ কেন?

ভালবাসা এক খ্যাপাটে জুয়ার নেশা
ভালবাসা সব বাজি ধরা নির্বোধ
শেষ চালে হেরে যাবই তবু আমি
আবার খেলব, চাইবই প্রতিশোধ

ভালবাসা এক উদ্ভট বাজিকর
ভালবাসা চির ইন্দ্রজালের রাজা
বোকা বনে যাই বার বার তবু বলি
পায়ে পড়ি তোর প্রেমের গানটা বাজা

অন্য বিষয়গুলি:

kabir suman Tumpa song Bengali Poem
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE