Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Soham-Solanki

মুম্বইয়ে সোহমের সঙ্গে দেখা শোলাঙ্কির, ‘বন্ধুত্বে’র সম্পর্কে কি নতুন বাঁক?

ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, শোলাঙ্কি রায় এবং সোহম মজুমদার নাকি প্রেম করছেন। যদিও প্রকাশ্যে তাঁরা কখনও তা স্বীকার করেননি। তবে সোহমের ফেসবুক স্টোরি দেখে শুরু নতুন জল্পনা।

(বাঁ দিকে) সোহম মজুমদার, শোলাঙ্কি রায় (ডান দিকে)।

(বাঁ দিকে) সোহম মজুমদার, শোলাঙ্কি রায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ১৮:০৯
Share: Save:

একটানা কাজ করতে মোটেই পছন্দ করেন না তিনি। কিছু দিন শুটিং করেন। তার পর আবার বিরতি নিয়ে চলে যান ঘুরতে। সদ্য মুক্তি পেয়েছে শোলাঙ্কি রায়ের নতুন ছবি ‘শহরের উষ্ণতম দিনে’। এই ছবির মাধ্যমে আবার দর্শক পেয়েছেন শোলাঙ্কি আর বিক্রম চট্টোপাধ্যায়ের জুটিকে। ‘গাঁটছড়া’ সিরিয়ালে তাঁর চরিত্রটি শেষ হওয়ার পর এই ছবির প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। আপাতত কাজ থেকে কয়েক দিনের বিরতি নিয়েছেন নায়িকা। কী করছেন এখন তিনি? ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও তাঁর দেখা মেলা ভার। তবে অভিনেতা সোহম মজুমদারের ফেসবুক স্টোরিতে দেখা মিলল শোলাঙ্কির। পরনে জিন্‌স আর কালো টপ, সঙ্গে মানানসই হার। ক্যামেরার সামনে পোজ় দিয়েছেন নায়িকা।

অভিনেতা সোহম মজুমদারের ফেসবুক স্টোরিতে শোলাঙ্কি রায়।

অভিনেতা সোহম মজুমদারের ফেসবুক স্টোরিতে শোলাঙ্কি রায়। ছবি: সংগৃহীত।

শোলাঙ্কির ছবি পোস্ট করে সোহম লেখেন “কে এসেছে দেখুন।” এই মুহূর্তে মুম্বইয়ে একের পর এক কাজ করছেন সোহম। ‘সিটাডেল’ ওয়েব সিরিজ়ের হিন্দি সংস্করণে বরুণ ধওয়ান এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গে রয়েছেন তিনি। পাশাপাশি, অভিনেত্রী তব্বুর সঙ্গে একটি হিন্দি ছবিতে কাজ করছেন সোহম। তাই আরব সাগরের পারেই বেশির ভাগ সময় কাটান অভিনেতা। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, শোলাঙ্কির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সোহম। যদিও এ কথা প্রকাশ্যে আনতে নারাজ এই যুগল। তবে মাঝেমধ্যেই একে অপরের সমাজমাধ্যমের স্টোরিতে দেখা যায় তাঁদের। অনুরাগীদের একাংশের প্রশ্ন, তাঁরা কি নিছকই বন্ধু, না কি বন্ধুত্বের পরের ধাপে পৌঁছেছে সম্পর্কের সমীকরণ?

গত ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে সোহম অভিনীত বাংলা ছবি ‘দিলখুশ’। শোলাঙ্কিও ছোট পর্দা ছেড়ে মন দিয়েছেন সিরিজ় এবং বড় পর্দার কাজে। তবে এখনও ‘গাঁটছড়া’ সিরিয়ালের খড়িকে বার বার মনে পড়ে দর্শকের। প্রতি মুহূর্তে খড়ি-ঋদ্ধি জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় অনুরাগীরা। এই মুহূর্তে যদিও শোলাঙ্কির আগামী কোনও কাজের কথা শোনা যায়নি। সূত্রের খবর, বেশ কিছু সিরিজ়ের প্রস্তাব নাকি রয়েছে তাঁর ঝুলিতে।

অন্য বিষয়গুলি:

Soham Majumdar Solanki Roy Tollywood Actors
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE