Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Rahul Dev Bose

মা-বাবাকে প্রণাম করে বর্ষবরণ করাতেই আমার বাঙালিয়ানা: রাহুল দেব বসু

সেন্ট জেভিয়ার্সের ছাত্র, বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক। বাংলা নববর্ষ কী ভাবে উদ্‌যাপন করেন অভিনেতা রাহুল দেব বসু, জানালেন আনন্দবাজার অনলাইনকে।

Tollywood actor Rahul Dev Bose shares his plan of poila baishakh.

পরিবার আর মিষ্টিতেই নববর্ষ উদ্‌যাপন, নতুন বছরে রাহুলের খাতায় ডায়েট বাদ। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ০৯:৫৭
Share: Save:

বাংলা সিরিয়ালের পরিচিত মুখ রাহুল দেব বসু। ২০২২ সালে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত প্রথম ছবি ‘আয় খুকু আয়।’ এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিটি। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা, তার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্রবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিলাভ। ব্যাকগ্রাউন্ড শুনে যা-ই মনে হোক, নববর্ষের দিনটা একেবারে ঘোরতর বাঙালিয়ানায় কাটতে চান রাহুল। নতুন জামা, খাওয়াদাওয়া রয়েছে। তবে এই দিনটা বাঙালি সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকতে চান রাহুল। তাঁর কথায়, ‘‘নতুন বছর মানে আমার কাছে পরিবার। ডায়েট কাটিয়ে মিষ্টি খাওয়া একটা অন্যতম উদ্দীপনা। ছোটবেলায় তো ভীষণ ভাল লাগত, বিভিন্ন জায়গা থেকে মিষ্ট আসত। হালখাতা করা। তবে আমার কাছে সব থেকে বাঙালিয়ানায় ভরপুর যে জিনিসটা, সেটা হল মা-বাবাকে প্রণাম করে নতুন বছরটা শুরু করা।’’

তবে বছর পয়লার দিন পাতে কী কী থাকছে? রাহুলের কথায়, ‘‘এই দিনে বাসন্তী পোলাও, মটন হতেই হবে। এ ছাড়াও চিংড়ির হরেক রকম পদ। আসলে এই দিনটা আমরা নানা ধরনের মাছের পদ খেতে ভালবাসি।’’

তা হলে এই বছরের এই একটা দিন পুরোদমে বাঙালি, তাই তো! অভিনেতা বলেন, ‘‘আসলে শুধু অনুষ্ঠান কিংবা দিন দেখে যে আমরা বাঙালি হই তা নয়, তবে এই দিনগুলোতে বাঙালিয়ানা উদ্‌যাপন করা খুব দরকার, আমি সে ভাবেই বড় হয়েছি।’’

ছোটবেলায় এই দিনটা কেমন ভাবে উদ্‌যাপন করতেন? অভিনেতা জানান, তাঁর বড় হয়ে ওঠা নিউ আলিপুর অঞ্চলে। তখনও পাড়া ব্যাপারটা খুবই স্বাভাবিক ছিল। তাই গানবাজনা, কবিতাপাঠ, নাটক— এ ভাবে ছেলেবেলায় বর্ষবরণ করতেন। পাশপাশি অভিনেতার আক্ষেপ রয়েছে। তিনি জানান, এখন সময় বদলেছে, পাড়াও আর নেই, সবটাই এখন ফ্ল্যাট কালচার।

এ বছর এই দিনটা কী করছেন? রাহুলের কথায়, ‘‘আলাদা করে কোনও কিছু পরিকল্পনা কিছু না। এই দিনটাতে পূর্বপুরুষদের স্মরণ করি। তবে একটা সময় বাড়িতে বসে দুপুরে সত্যজিৎ রায়ের সিনেমা দেখতাম। যেটা এখন অতটা হয়ে ওঠে না।’’

অন্য বিষয়গুলি:

Rahul Dev Bose New Year Bengali Actor Tollywood Actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy