বিজেপি ছাড়লেন বনি
বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত। সোমবার বিকেলে তাঁর এই সিদ্ধান্তের কথা জানালেন টুইট করে। যদিও আগেই দল ছাড়ার ইঙ্গিত মিলেছিল। এ বার খাতায় কলমে দলত্যাগ টলি নায়কের।
টুইটে লিখেছেন, ‘আজ থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার সম্পর্ক শেষ। যা প্রতিজ্ঞা করা হয়েছিল, তা রাখতে পারেনি এই দল। তা ছা়ড়া এই রাজ্য এবং বাংলা ছবির জগৎ নিয়ে যা যা উন্নতিসাধনের কথা বলা হয়েছিল, তা হবে বলে মনে হয় না আমার।’
This is to inform that my association with the Bharatiya Janata Party hs come 2 an end with effect frm today.The party has failed to keep commitments as promised & also I dnt see any form of development,they had promised for the state of West Bengal or for Bengali film industry🙏🏻
— Bonny (@bonysengupta) January 24, 2022
গত নভেম্বর মাসেই তাঁর মা পিয়া সেনগুপ্ত আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ইতিমধ্যেই দল ছাড়ার কথা মৌখিক ভাবে গেরুয়া শিবিরকে জানিয়েছেন বনি। খাতায় কলমে জানাবেন দু’এক দিনের মধ্যেই। যদিও সেই ‘দু’এক দিন’ গিয়ে দাঁড়াল দু’মাসে।
বনি আগেই জানিয়েছিলেন, রাজনীতির ময়দান ছেড়ে ফের অভিনয়ে মন দিতে চান তিনি। আগামী দিনে হাতে একাধিক ছবির প্রস্তাবও রয়েছে তাঁর কাছে।
এ বার প্রশ্ন, তাঁর প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায়ের মতো শাসকদলেই যোগ দিতে চলেছেন? কারণ তৃণমূল থেকে যে তিনি ডাক পেয়েছেন, সে কথা আগেই আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন তিনি।
নীলবাড়ির লড়াইয়ের আগে গেরুয়া শিবিরে যোগদান করলেও ভোটে টিকিট পাননি বনি। ভোটের পর থেকেই তাঁর দল ছাড়া নিয়ে জল্পনা চলছিল। সম্প্রতি বিজেপি ছাড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy