অনুরাগীর সংখ্যার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে তাঁর আয়ের অঙ্কও। তাঁর রাজকীয় জীবনযাপন থেকে সম্পত্তির তালিকা এখন অনেকেরই চোখ ধাঁধিয়ে দিতে পারে!
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ১৯:৪৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
তারকাসন্তান হিসেবে পা রেখেছিলেন বলিউডে। মাঝে মাত্র আট বছর। তার মধ্যেই টিনসেল নগরীতে নিজের জন্য পাকাপাকি জায়গা করে ফেলেছেন টাইগার শ্রফ। অনুরাগীর সংখ্যার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে তাঁর আয়ের অঙ্কও। মুম্বইয়ে তাঁর রাজকীয় জীবনযাপন থেকে সম্পত্তির তালিকা এখন অনেকেরই চোখ ধাঁধিয়ে দিতে পারে!
০২১৫
জ্যাকি শ্রফের পুত্র। ইন্ডাস্ট্রিতে পথচলা শুরুর সময়ে এই ছিল তাঁর পরিচয়। ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবিতে প্রথম বার পর্দায় দেখা যায় বছর চব্বিশের টাইগারকে।
০৩১৫
অ্যাকশন হিরো হিসেবে অচিরেই তরুণ প্রজন্মের মনে জায়গা করে নেন টাইগার। আট বছর পরে তাঁর ঝুলিতে ‘হিরোপন্তি’, ‘ওয়ার’, ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজি। এই মুহূর্তে বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়কদের তালিকায় রয়েছেন টাইগার।
০৪১৫
বলিউড তথা আন্তর্জাতিক পত্রিকার পরিসংখ্যান বলছে, এই মূহূর্তে টাইগারের বাজারদর আকাশছোঁয়া। তাঁর আয়ের অঙ্ক পৌঁছেছে এক কোটি দশ লক্ষ ডলার, অর্থাৎ প্রায় ৭৮ কোটি টাকায়। ছবি এবং বিজ্ঞাপন মিলিয়েই এই বিপুল উপার্জন।
০৫১৫
আয়ের মতোই নজরকাড়া বত্রিশ বছরের তারকার সম্পত্তির পরিমাণও। মা আয়েষা শ্রফকে মুম্বইয়ের খার এলাকায় সমুদ্রের মুখোমুখি এক বিলাসবহুল ৮ বেডরুমের অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছেন টাইগার। ৩১ কোটি টাকা দামের সেই বিশাল বাড়িতে রয়েছে ওপেন এয়ার জিম, রক ক্লাইম্বিংয়ের ব্যবস্থা, নাচের স্টুডিয়ো-সহ হরেক আয়োজন।
০৬১৫
বান্দ্রা কার্টার রোডের পুরনো বাড়ি ছেড়ে শ্রফ পরিবার উঠে গিয়েছে টাইগারের কেনা নতুন বাড়িতে। বাবা-মাকে বাড়ি উপহার দিতে পেরে খুশি টাইগার নিজেও। বলেছেন, অভিনেতা হওয়ার আগে থেকেই এটা তাঁর স্বপ্ন ছিল।
০৭১৫
শুধু বিলাসবহুল বাড়িই নয়। মার্শাল আর্টে অভিজ্ঞ টাইগারের দখলে সুপার ফাইট লিগের দল বেঙ্গালুরু টাইগার্সেরও সহ-মালিকানা। বিশ্বের শীর্ষস্থানীয় এই আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতার সঙ্গেও তিনি যুক্ত। দুয়ে মিলে তাঁর উপার্জনের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা!
০৮১৫
ইগার নিজেও মার্শাল আর্টে যথেষ্ট দক্ষ। ২০১৪ সালে তাইকোন্ড-র ফিফথ ডিগ্রি ব্ল্যাক বেল্ট অর্জন করেন তিনি। বিভিন্ন অ্যাকশন দৃশ্যের জন্য সহ-অভিনেতাদের প্রস্তুতিতেও মাঝেমধ্যেই সাহায্য করতে দেখা যায় তাঁকে।
০৯১৫
প্রাসাদোপম বাড়ি, মার্শাল আর্ট দলের মালিকানার পাশাপাশি বেশ কয়েকটি দামি গাড়িও রয়েছে টাইগারের সম্পত্তির তালিকায়। তার মধ্যে রয়েছে ইদানীং তারকাদের সবচেয়ে পছন্দের গাড়ি, বহুমূল্য একটি রেঞ্জ রোভারও।
১০১৫
ভিন্টেজ কারও টাইগারের পছন্দের। তাই প্রায় সাড়ে ৪ কোটি টাকা দিয়ে কিনেছেন একটি এসএস জাগুয়ার ১০০। এ ছাড়া ২০১৭ সালে ১ কোটি টাকায় কেনা বিএমডব্লিউ এম ৫ গাড়িটিও তারকার খুব প্রিয়।
১১১৫
টাইগার শ্রফের সুঠাম, পেশীবহুল চেহারা অ্যাকশন হিরো হিসেবে তাঁকে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছে। শিবভক্ত নায়ক নিজে মনে করেন, মহাদেবের আশীর্বাদেই এমন চেহারার অধিকারী হয়েছেন তিনি। প্রত্যেক সোমবার এবং প্রতি বছরের মহাশিবরাত্রিতে উপোস করে পুজো দেন অভিনেতা।
১২১৫
সাজিদ নাদিয়াদওয়ালার ‘হিরোপন্তি’ ছবিতেই বলিউডে সফর শুরু টাইগারের। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে তা নিয়ে এক মজার গল্প ফাঁস করেছিলেন প্রযোজক সাজিদ।
১৩১৫
ওই অনুষ্ঠানে সাজিদ জানান, টাইগারের প্রথম ছবির প্রযোজকের সঙ্গে দেখা করতে তাঁর কাছে আসেন জ্যাকি শ্রফ। মশকরা করে তিনি নাকি বলেছিলেন, “আমার কাজ ছিল ছেলের জন্ম দেওয়া। ওকে তারকা তো তুমি বানাবে!”
১৪১৫
তাঁকে তারকা বানাতে হয়নি কাউকে। নিজগুণেই দর্শক মহলে সুনাম কুড়িয়ে নিয়েছেন জ্যাকি-তনয়। প্রথম ছবির পাশাপাশি ‘বাঘি’ ও তার দুটি সিক্যুয়েল, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’, ‘ওয়ার’-এর মতো ছবিতে নজর কেড়েছেন অভিনেতা।
১৫১৫
আপাতত শ্যুটিং শেষ হয়েছে টাইগারের নতুন ছবি ‘হিরোপন্তি ২’-র। এ ছাড়া কাজ চলছে ‘গণপত’ নামে আর একটি ছবিরও। এি ছবিতে তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে কৃতী শ্যাননকে।