Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Indian television actress

চোখধাঁধানো বাড়ি-গাড়ি… ছোট পর্দার তেজস্বী-জন্নতরা বিলাসিতায় পাল্লা দিচ্ছেন দীপিকা-আলিয়াদের

নিয়মিত যাঁরা হিন্দি ধারাবাহিক দেখেন, তাঁদের কাছে তেজস্বী বা জন্নতরা অচেনা নন। কিন্তু অনেকেই টেলিভিশনের এই তরুণ নায়িকাদের সম্পর্কে বিশেষ কিছু জানেন না। বিলাসিতায় তাঁরাও কম যান না।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৮:২১
Share: Save:
০১ ১৬
দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্টদের ঝকঝকে বাড়ি, দামি গাড়ির কথা সিনেপ্রেমীদের অজানা নয়। কিন্তু ইদানীং তাঁদেরকেও সমানে সমানে পাল্লা দিচ্ছেন টেলিভিশন অভিনেত্রীরা। বি-টাউনে তাঁদেরই রমরমা। বিলাসবহুল জীবনযাত্রা, দামি গাড়ি-বাড়ি, সবেতেই হিন্দি টেলিভিশনের নায়িকারা চোখ ধাঁধিয়ে দিচ্ছেন। বিলাসিতায় যেন ছাপিয়ে যাচ্ছেন বলিউডকেও।

দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্টদের ঝকঝকে বাড়ি, দামি গাড়ির কথা সিনেপ্রেমীদের অজানা নয়। কিন্তু ইদানীং তাঁদেরকেও সমানে সমানে পাল্লা দিচ্ছেন টেলিভিশন অভিনেত্রীরা। বি-টাউনে তাঁদেরই রমরমা। বিলাসবহুল জীবনযাত্রা, দামি গাড়ি-বাড়ি, সবেতেই হিন্দি টেলিভিশনের নায়িকারা চোখ ধাঁধিয়ে দিচ্ছেন। বিলাসিতায় যেন ছাপিয়ে যাচ্ছেন বলিউডকেও।

০২ ১৬
নিয়মিত যাঁরা হিন্দি ধারাবাহিক দেখেন, তাঁদের কাছে তেজস্বী প্রকাশ বা জন্নত জুবৈরদের নাম অচেনা নয়। কিন্তু অনেকেই টেলিভিশনের এই তরুণ নায়িকাদের সম্পর্কে বিশেষ কিছু জানেন না। অথচ ছোট পর্দায় কাজ করেই ঝকঝকে কেরিয়ার গড়ে নিয়েছেন এই অভিনেত্রীরা।

নিয়মিত যাঁরা হিন্দি ধারাবাহিক দেখেন, তাঁদের কাছে তেজস্বী প্রকাশ বা জন্নত জুবৈরদের নাম অচেনা নয়। কিন্তু অনেকেই টেলিভিশনের এই তরুণ নায়িকাদের সম্পর্কে বিশেষ কিছু জানেন না। অথচ ছোট পর্দায় কাজ করেই ঝকঝকে কেরিয়ার গড়ে নিয়েছেন এই অভিনেত্রীরা।

০৩ ১৬
পরিসংখ্যান বলছে, হিন্দি ধারাবাহিকে কাজ করে অভিনেত্রীরা যে পারিশ্রমিক পান, অনেক ক্ষেত্রেই তা বলিউড অভিনেত্রীদের সমান কিংবা তার চেয়েও বেশি। ফলে কম বয়সেই নিজস্ব বাড়ি, দামি গাড়ি কিনতে তাঁদের অসুবিধা হয়নি।

পরিসংখ্যান বলছে, হিন্দি ধারাবাহিকে কাজ করে অভিনেত্রীরা যে পারিশ্রমিক পান, অনেক ক্ষেত্রেই তা বলিউড অভিনেত্রীদের সমান কিংবা তার চেয়েও বেশি। ফলে কম বয়সেই নিজস্ব বাড়ি, দামি গাড়ি কিনতে তাঁদের অসুবিধা হয়নি।

০৪ ১৬
যে বয়সেই হোক, নিজের বাড়ি সকলের কাছে স্বপ্নের মতো। নিজের উপার্জনে মনের মতো বাড়ি কিনে সেই স্বপ্ন সফল করেছেন ছোট পর্দার অভিনেত্রীরা।

যে বয়সেই হোক, নিজের বাড়ি সকলের কাছে স্বপ্নের মতো। নিজের উপার্জনে মনের মতো বাড়ি কিনে সেই স্বপ্ন সফল করেছেন ছোট পর্দার অভিনেত্রীরা।

০৫ ১৬
সম্প্রতি নতুন বাড়ি কিনেছেন তেজস্বী প্রকাশ। ‘বিগ বস’-খ্যাত এই অভিনেত্রীর গোয়ার বাড়ি নিয়ে চর্চা থামছে না। মাত্র ২৯ বছর বয়সেই খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছেন তেজস্বী। বিগ বস ১৫-তে জয়ী হয়েছেন তিনি। তার পর একটি গাড়ি কিনেছিলেন। গোয়ায় বিলাসবহুল একটি বাড়ি কেনাও তাঁর অনেক দিনের স্বপ্ন ছিল। এ বার তা-ও পূরণ করে ফেললেন।

সম্প্রতি নতুন বাড়ি কিনেছেন তেজস্বী প্রকাশ। ‘বিগ বস’-খ্যাত এই অভিনেত্রীর গোয়ার বাড়ি নিয়ে চর্চা থামছে না। মাত্র ২৯ বছর বয়সেই খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছেন তেজস্বী। বিগ বস ১৫-তে জয়ী হয়েছেন তিনি। তার পর একটি গাড়ি কিনেছিলেন। গোয়ায় বিলাসবহুল একটি বাড়ি কেনাও তাঁর অনেক দিনের স্বপ্ন ছিল। এ বার তা-ও পূরণ করে ফেললেন।

০৬ ১৬
গত কয়েক বছর ধরে হিন্দি টেলিভিশন জগতে তেজস্বীর ধারাবাহিক উত্থান সকলের নজর কেড়েছে। অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে তাঁর সম্পর্কও ধারাবাহিক ভাবে আলোচনার কেন্দ্রে। বস্তুত, তেজস্বীর নতুন বাড়ি কেনার খবর করণই প্রথম সকলকে জানান।

গত কয়েক বছর ধরে হিন্দি টেলিভিশন জগতে তেজস্বীর ধারাবাহিক উত্থান সকলের নজর কেড়েছে। অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে তাঁর সম্পর্কও ধারাবাহিক ভাবে আলোচনার কেন্দ্রে। বস্তুত, তেজস্বীর নতুন বাড়ি কেনার খবর করণই প্রথম সকলকে জানান।

০৭ ১৬
হিন্দি টেলিভিশনে আরও এক জনপ্রিয় নাম জন্নত জুবৈর। মাত্র ২১ বছর বয়সেই দর্শকদের মন জিতে নিয়েছেন এই নায়িকা। সমাজমাধ্যমে তাঁর অজস্র ফলোয়ার। শুধু টেলিভিশন নয়, ইতিমধ্যে বড় পর্দাতেও অভিষেক হয়ে গিয়েছে জন্নতের।

হিন্দি টেলিভিশনে আরও এক জনপ্রিয় নাম জন্নত জুবৈর। মাত্র ২১ বছর বয়সেই দর্শকদের মন জিতে নিয়েছেন এই নায়িকা। সমাজমাধ্যমে তাঁর অজস্র ফলোয়ার। শুধু টেলিভিশন নয়, ইতিমধ্যে বড় পর্দাতেও অভিষেক হয়ে গিয়েছে জন্নতের।

০৮ ১৬
সম্প্রতি সমাজমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন জন্নত, যেখানে তাঁর নতুন বাড়ির কয়েক ঝলক দেখা গিয়েছে। জন্নতের বাড়ি এখনও পুরোপুরি তৈরি হয়নি। তার নির্মাণকাজ চলছে। ছবি দেখিয়ে নায়িকা লিখেছেন, ‘স্বপ্ন সত্যি সত্যিই সফল হয়।’

সম্প্রতি সমাজমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন জন্নত, যেখানে তাঁর নতুন বাড়ির কয়েক ঝলক দেখা গিয়েছে। জন্নতের বাড়ি এখনও পুরোপুরি তৈরি হয়নি। তার নির্মাণকাজ চলছে। ছবি দেখিয়ে নায়িকা লিখেছেন, ‘স্বপ্ন সত্যি সত্যিই সফল হয়।’

০৯ ১৬
টেলি অভিনেত্রী অশ্নুর কৌরের বাসভবনও দেখার মতো। অশ্নুরের বয়স মাত্র ১৮ বছর। হিন্দি ধারাবাহিকে কাজ করে এই বয়সেই নিজের বাড়ি কিনে ফেলেছেন তিনি।

টেলি অভিনেত্রী অশ্নুর কৌরের বাসভবনও দেখার মতো। অশ্নুরের বয়স মাত্র ১৮ বছর। হিন্দি ধারাবাহিকে কাজ করে এই বয়সেই নিজের বাড়ি কিনে ফেলেছেন তিনি।

১০ ১৬
অশ্নুর নিজেই জানান, সস্তার কিছু তাঁর পছন্দ হয় না। এ ব্যাপারে তিনি বেশ শৌখিন। পোশাক থেকে শুরু করে সাজসরঞ্জাম, অশ্নুরের সবই দামি। শুধু বাড়ি নয়, ‘পটিয়ালা বেব্‌স’ খ্যাত অশ্নুর যে অডি গাড়িটি চড়েন, তা-ও চোখধাঁধানো।

অশ্নুর নিজেই জানান, সস্তার কিছু তাঁর পছন্দ হয় না। এ ব্যাপারে তিনি বেশ শৌখিন। পোশাক থেকে শুরু করে সাজসরঞ্জাম, অশ্নুরের সবই দামি। শুধু বাড়ি নয়, ‘পটিয়ালা বেব্‌স’ খ্যাত অশ্নুর যে অডি গাড়িটি চড়েন, তা-ও চোখধাঁধানো।

১১ ১৬
হিন্দি টেলি দুনিয়ায় খুব কম বয়সে যাঁরা খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম অবনীত কৌর। মাত্র ২১ বছর বয়সেই মুম্বইতে একটি বিলাসবহুল বাড়ির মালিক তিনি। এ ছাড়া অবনীতের একাধিক দামি গাড়িও রয়েছে। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যাও কিছু কম নয়।

হিন্দি টেলি দুনিয়ায় খুব কম বয়সে যাঁরা খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম অবনীত কৌর। মাত্র ২১ বছর বয়সেই মুম্বইতে একটি বিলাসবহুল বাড়ির মালিক তিনি। এ ছাড়া অবনীতের একাধিক দামি গাড়িও রয়েছে। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যাও কিছু কম নয়।

১২ ১৬
‘আলাদিন: নাম তো সুনা হোগা’ ধারাবাহিকে রাজকুমারীর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন অবনীত। এ ছাড়া, ‘চন্দ্রনন্দিনী’-তে চারুমতির চরিত্রে তাঁর অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে।

‘আলাদিন: নাম তো সুনা হোগা’ ধারাবাহিকে রাজকুমারীর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন অবনীত। এ ছাড়া, ‘চন্দ্রনন্দিনী’-তে চারুমতির চরিত্রে তাঁর অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে।

১৩ ১৬
‘আলাদিন: নাম তো সুনা হোগা’ ধারাবাহিকেই জনপ্রিয়তা অর্জন করেছেন ছোট পর্দার আর এক অভিনেত্রী আশী সিংহ। সম্প্রতি নতুন বাড়ি কিনেছেন তিনিও। সমাজমাধ্যমে সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

‘আলাদিন: নাম তো সুনা হোগা’ ধারাবাহিকেই জনপ্রিয়তা অর্জন করেছেন ছোট পর্দার আর এক অভিনেত্রী আশী সিংহ। সম্প্রতি নতুন বাড়ি কিনেছেন তিনিও। সমাজমাধ্যমে সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

১৪ ১৬
আশী জানিয়েছিলেন, নিজের একটি বাড়ি কেনা তাঁর অনেক দিনের স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্নপূরণ করতে পেরেছেন নায়িকা। এই নতুন বাড়িটি তিনি তাঁর মাকে উপহার দিয়েছেন।

আশী জানিয়েছিলেন, নিজের একটি বাড়ি কেনা তাঁর অনেক দিনের স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্নপূরণ করতে পেরেছেন নায়িকা। এই নতুন বাড়িটি তিনি তাঁর মাকে উপহার দিয়েছেন।

১৫ ১৬
‘বিগ বস’-খ্যাত টেলি অভিনেত্রী নিক্কী তম্বোলীও ঝলমলে একটি বাড়ির মালিক। মুম্বইয়ে তাঁর সেই বাড়ির আশপাশের প্রাকৃতিক শোভা দেখার মতো। বাড়িটির একাধিক ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন নিক্কী।

‘বিগ বস’-খ্যাত টেলি অভিনেত্রী নিক্কী তম্বোলীও ঝলমলে একটি বাড়ির মালিক। মুম্বইয়ে তাঁর সেই বাড়ির আশপাশের প্রাকৃতিক শোভা দেখার মতো। বাড়িটির একাধিক ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন নিক্কী।

১৬ ১৬
হিন্দি ছাড়াও তেলুগু এবং তামিল ধারাবাহিকে কাজ করেন নিক্কী। ‘বিগ বস ১৪’-তে তিনি তৃতীয় হয়েছিলেন। এ ছাড়া অংশ নিয়েছিলেন ‘খতরোঁ কে খিলাড়ি’-তেও।

হিন্দি ছাড়াও তেলুগু এবং তামিল ধারাবাহিকে কাজ করেন নিক্কী। ‘বিগ বস ১৪’-তে তিনি তৃতীয় হয়েছিলেন। এ ছাড়া অংশ নিয়েছিলেন ‘খতরোঁ কে খিলাড়ি’-তেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy