These Bollywood films may be super hit in 2019 dgtl
bollywood film
বলিউডের যে ফিল্মগুলি এই বছর আপনাকে দেখতেই হবে
সুপার থার্টি: গণিতবিদ আনন্দ কুমারের বায়োপিক এই ছবিটি। ছোটবেলা থেকেই যিনি অঙ্কের প্রতি আকৃষ্ট। অর্থাভাবে পিছিয়ে থাকা ছাত্রদের জন্য খোলেন কোচিং ইনস্টিটিউট। কোটায় ১ টাকার বিনিময়ে কোচিং ক্লাস চালু করেন। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১৭:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
২০১৯ সালের শুরুটা বেশ ভালই হয়েছে বলিউডের। পর পর মুক্তি পেয়েছে বেশ কয়েকটি ছবি। ‘সিম্বা’ ইতিমধ্যেই ২০০ কোটি ক্লাবে প্রবেশ করেছে। ট্রেলর মুক্তি পেয়েছে ‘গাল্লি বয়’-এর। দেখে নেওয়া যাক, ২০১৯ সালে কোন কোন ছবি নিয়ে আশাবাদী বলিউড।
০২১৫
অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার: অনুপেম খের অভিনীত ছবিটি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জমানা নিয়ে। ছবিটি আজ, শুক্রবার মুক্তি পেয়েছে।
০৩১৫
উরি: ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক। এই ঘটনা নিয়েই ‘উরি’ ছবিটি তৈরি হয়েছে। ছবিতে রয়েছেন ভিকি কৌশল, কীর্তি কুলহারি, ইয়ামি গৌতম।
০৪১৫
গাল্লি বয়: রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট অভিনীত ছবির পরিচালক জোয়া আখতার। মুম্বইয়ের স্ট্রিট র্যাপার ভিভিয়ান ফার্নান্ডেজ ও নাভেজ শেখের গল্প এটি। ছবিতে রয়েছেন কল্কি কোয়েচলিন।
০৫১৫
ঠাকরে: নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ছবিটি শিবসেনা প্রধান বালসাহেব ঠাকরের বায়োপিক। ছবিটি ঘিরে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। ছবি মুক্তি পাচ্ছে জানুয়ারির শেষেই।
০৬১৫
মণিকর্ণিকা: ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। বিপরীতে রয়েছেন যিশু সেনগুপ্ত। ছবিটি ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।
০৭১৫
কেশরী: ১৮৯৭ সালে দশ হাজার আফগান সেনার সামনে দাঁড়িয়ে লড়েছিলেন একুশ জন শিখ জওয়ান। হার নিশ্চিত। তবুও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাননি কেউ। সারাগারির যুদ্ধে হাবিলদার ইশার সিংহ নেতৃত্ব দিয়েছিলেন। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। অনুরাগ সিংহ পরিচালিত ছবিটি মার্চে মুক্তি পাওয়ার কথা।
০৮১৫
সুপার থার্টি: গণিতবিদ আনন্দ কুমারের বায়োপিক এই ছবিটি। ছোটবেলা থেকেই যিনি অঙ্কের প্রতি আকৃষ্ট। অর্থাভাবে পিছিয়ে থাকা ছাত্রদের জন্য খোলেন কোচিং ইনস্টিটিউট। কোটায় ১ টাকার বিনিময়ে কোচিং ক্লাস চালু করেন। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন।
০৯১৫
স্টুডেন্ট অব দ্য ইয়ার ২: বরুণ ধওয়ন, আলিয়া ভট্ট নেই। এ ছবিতে রয়েছেন টাইগার শ্রফ, তারা সুতারিয়া, নবাগতা অনন্যা পাণ্ডে।
১০১৫
চিট ইন্ডিয়া: সৌমিক সেন পরিচালিত ছবিটি মুক্তি পাওয়ার কথা এ বছরেই। ইমরান হাসমি, শ্রেয়া ধন্বন্তরি অভিনীত ছবিটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে মুক্তি পাওয়ার আগেই।
১১১৫
ক্যাবারে: রিচা চাড্ডা, গুলশন গ্রোভার অভিনীত ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। এক ক্যাবারে ডান্সারের জীবন নিয়ে গড়ে উঠেছে এই ছবি।
১২১৫
ভারত: দক্ষিণ কোরীয় ছবি ‘ওড টু মাই ফাদার’ ছবির রিমেক সলমন খান-ক্যাটরিনা কইফ অভিনীত ছবিটি। আলি আব্বাস জাফরের এই বিগ বাজেটের ছবিও মুক্তি পাওয়ার কথা এই বছরেই।
১৩১৫
সোনচিড়িয়া: অভিষেক চৌবে পরিচালিত ছবিতে রয়েছেন ভূমি পেডনেকর, সুশান্ত সিংহ রাজপুত, মনোজ বাজপেয়ী। ৮ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা।
১৪১৫
ফকির অব ভেনিস: ফারহান আখতার, অণু কপূর অভিনীত ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছরেই।
১৫১৫
পাণিপথ: আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিতে অর্জুন কপূর, সঞ্জয় দত্ত, কৃতি শ্যাননরা অভিনয় করছেন। পাণিপথের মিউজিক করছেন অজয়-অতুল। ছবি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে।