একটা ছোট্ট মেয়ে ছবি আঁকছে। কিন্তু ছবি আঁকা বন্ধ হয়ে গেল তার অফিসফেরত বাবার কাশির শব্দে। বাবার কাশি যেন থামতেই চায় না। সোফায় বসে টিভি দেখা থেকে রেস্তোরাঁয় খেতে যাওয়া, বাবার কাশির শব্দে এবং সিগারাটের ধোঁয়ায় বিব্রত মেয়ে। মেয়ের করুণ মুখের দিকে তাকিয়ে বাবা বোঝেন আসন্ন বিপদের কথা। তিনি ধূমপান ছেড়ে দিলেন। বছর ষোলো আগে জনপ্রিয় হয়েছিল জনস্বার্থে প্রচারিত এই ধূমপানবিরোধী বিজ্ঞাপনটি। টেলিভিশনের পাশাপাশি সেটি দেখানো হত প্রেক্ষাগৃহে কোনও ছবির শুরুতে এবং ছবির দু’টি অর্ধের বিরতিতে।