Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
The Kerala Story Controversy

‘এ রাজ্যে হল মালিকদের হুমকি দিচ্ছে পুলিশ প্রশাসন’, অভিযোগ ‘দ্য কেরালা স্টোরি’র প্রযোজকের

শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও কলকাতায় ‘দ্য কেরালা স্টোরি’ ছবির শো না মেলায় পশ্চিমবঙ্গের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে বড় সড় অভিযোগ আনলেন প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ।

The kerala story producer vipul amrutlal shah claims the theater owner getting threat calls from cops and administration in west Bengal.

শীর্ষ আদালতের রায়ের পর কী ভাবে এখনও নিষিদ্ধ ছবি? প্রশ্ন ‘দ্য কেরালা স্টোরি’র প্রযোজকের। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২১ মে ২০২৩ ১৮:৩০
Share: Save:

শীর্ষ আদালত থেকে রায় মিলেছে তবু বাংলায় এখনও প্রদর্শিত হচ্ছে না ‘দ্য কেরালা স্টোরি’। শুক্রবার কলকাতায় এসে একরাশ ক্ষোভ উগরে দেন ছবির পরিচালক সুদীপ্ত সেন। ভেবেছিলেন, এ শহরে প্রেক্ষাগৃহে দেখানো হবে তাঁর ছবি। সাংবাদিক বৈঠকে তাঁর কণ্ঠে ঝরে পড়ল খেদ। সুদীপ্ত বললেন, “আমি এবং অদা রাজনীতিবিদ নই। আমরা অন্য কিছু জানি না। কিন্তু নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও কোনও হলে দেখানো হচ্ছে না ছবিটি। দেখে হতাশ হলাম।” এ বার আদালতের নির্দেশ সত্ত্বেও কলকাতায় এই ছবির শো না মেলায় পশ্চিমবঙ্গের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ।

তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গে হল মালিকদের হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু তাঁর প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। তাঁরা এই ছবিটা হলে শো দিতে চাইছেন, কিন্তু পারছেন না। শীর্ষ আদালতের অবমাননা করা হচ্ছে। আমার দেখেও অবাক লাগছে গণতন্ত্রের উদ্‌যাপন করে যে রাজ্য, তারা একেবারে অগণতান্ত্রিকের মতো আচরণ করছে। এটা ভীষণ নিন্দনীয় ঘটনা যে শীর্ষ আদালতের রায় সত্ত্বেও ছবি দেখানো হচ্ছে না।’’

‘দ্য কেরালা স্টোরি’র প্রযোজক এ ক্ষেত্রে সমালোচনা করেছেন রাজ্যের পুলিশ প্রশাসনকে। তাঁর কথায়, ‘‘শীর্ষ আদালতের রায়ের পর কী ভাবে সে রাজ্যে নিষিদ্ধ এই ছবি ভেবে অবাক আমি। তবে আমি জানি সে রাজ্যের পুলিশ ও প্রশাসন হল মালিকদের হুমকি দিচ্ছে। ছবি চললে নিরাপদে থাকবেন না তাঁরা এমন সব হুমকি পেয়েছেন তাঁরা। যে কয়েক জন বুকিং নেওয়া শুরু করেছিলেন তাঁরা বাধ্য হয়ে বন্ধ করে দেন।’’ কিন্তু কোন কোন হল মালিকরা এমন হুমকি পাচ্ছেন তার উল্লেখ করেননি।

অন্য বিষয়গুলি:

The Kerala Story Bollywood Bollywood Controversy Bollywood Update Adah Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy