মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে ঠাকুরপুকুর-কাণ্ডে অভিযুক্ত ভিক্টো দাস ওরফে ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। বুধবার তাঁকে আলিপুর আদালতে ফের পেশ করা হয়। প্রশাসন সূত্রে খবর, এ দিন তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ নিয়েছে নিম্ন আদালত। খবর, ৩০ এপ্রিল পর্যন্ত অর্থাৎ ১৪ দিন পর্যন্ত তিনি বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন। ভিক্টোকে রাখা হবে আলিপুর কেন্দ্রীয় সংশোধানাগারে।
পুলিশ সূত্রে এ দিন আরও জানানো হয়, অভিযুক্তের প্রথম বারের জামিনের আবেদন গ্রাহ্য হয়নি। অভিযুক্ত এ বার চাইলে উচ্চ আদালতে ফের জামিনের আবেদন করতে পারেন।
গত ৬ এপ্রিল, রবিবার ঠাকুরপুকুর অঞ্চলের এক বাজারে মত্ত অবস্থায় ভিক্টোর গাড়ি ছ’জন পথচারীকে পিষে দেয়। পরে একজন মারা যান। ওই গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন, একটি বেসরকারি চ্যানেলের কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু। অভিনেত্রী পরে সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার পরে তিনি নাকি স্থানীয়দের সহযোগিতায় দ্রুত অকুস্থল থেকে সরে যান। উপস্থিত জনতা গাড়ি থেকে বের করে আনেন অভিযুক্ত আর শ্রিয়াকে। দু’জনকেই আটক করে ঠাকুরপুকুর থানার পুলিশ। যে হেতু শ্রিয়া গাড়ি চালাননি তাই পরে ছাড়া পেয়ে যান তিনি। ভিক্টোকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন:
সূত্রের খবর, আগের রাতে শহরের প্রথম সারির এক পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋতুপর্ণা সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। এঁরা প্রত্যেকে সান বাংলার নতুন ধারাবাহিক ‘ভিডিয়ো বৌদি’র সঙ্গে যুক্ত। রাতভর দেদার মদ্যপানের পর সকালে তাঁরা যখন দু’টি ভিন্ন গাড়িতে ফিরছিলেন তখনই দুর্ঘটনা ঘটে। আরিয়ান জানান, ভিক্টো ওরফে সিদ্ধান্তের গাড়িতে তিনি আর স্যান্ডি ছিলেন না। পরিচালকের সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋ এবং শ্রিয়া। আরিয়ান দাবি করেন, তাঁরা দুর্ঘটনার খবর জানেন না। নির্দিষ্ট সময়ে শুটিংয়ে যোগ দেন স্যান্ডি এবং তিনি।
সম্প্রতি জানা গিয়েছে, ঠাকুরপুকুর-কাণ্ডে জড়িত থাকার কারণে ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়েছে ঋ, স্যান্ডিকে। কার্যকরী প্রযোজককেও সম্ভবত বরখাস্ত করা হবে।