টলিউড প্রশ্ন তুলেছিল, ঠাকুরপুর ‘হিট অ্যান্ড রান’ মামলায় অভিযুক্ত ভিক্টো দাসের আদৌ সাজা হবে? প্রশাসনিক সূত্রে খবর, মামলা সে দিকেই এগোচ্ছে। বৃহস্পতিবার আরও সাত দিনের পুলিশি হেফাজতের ঘোষণা করেছে আলিপুর আদালত। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত লালবাজার সেন্ট্রাল হেফাজতে থাকতে হবে তাঁকে। ওই দিন ফের আদালতে পেশ করা হবে তাঁকে।
প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, মামলাটি প্রথমে ঠাকুরপুকুর থানার অন্তর্গত ছিল। এখন সেটি ডিটেকটিভ ডিপার্টমেন্ট-এর হোমিসাইড বিভাগে হস্তান্তরিত হয়েছে। প্রসঙ্গত, বলিউডের সলমন খান ‘হিট অ্যান্ড রান’ মামলার সমতুল্য এটি, জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশ বিভাগের প্রথম সারির এক অফিসার। তাঁর মতে, কলকাতায় আইনশৃঙ্খলা যে এখনও বজায় রয়েছে, অভিযুক্তের পুনরায় পুলিশি হেফাজত তার প্রমাণ।
আরও জানা গিয়েছে, ১৪ দিনের বেশি কোনও অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখা যায় না। সেই অনুযায়ী, আগামী ১৬ তারিখের পর আদালত রায় দিলে সে ক্ষেত্রে ভিক্টোর জেল হেফাজত হতে পারে। সে ক্ষেত্রে মামলা চলবে।
খবর, গত শনিবার, ৫ এপ্রিল তাঁর পরিচালিত ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’র সাফল্য উদ্যাপন করতে রাতভর পার্টি করেন ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। সঙ্গী ছিলেন ধারাবাহিকের নায়ক আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋতুপর্ণা সেন, কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। জানা গিয়েছে, রবিবার সকাল পর্যন্ত নাকি চলে মদ্যপান। ওই অবস্থায় স্টিয়ারিং ধরেন অভিযুক্ত। তাঁর সঙ্গে গাড়িতে ঋতুপর্ণা, শ্রিয়াও ছিলেন।
মদ্যপ ভিক্টো গাড়ি নিয়ে সোজা ঢুকে পড়েন ঠাকুরপুকুরের জনবহুল এক বাজারে। গাড়ির ধাক্কায় জখম করেন পাঁচ জনকে। এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রেফতার হন ভিক্টো। আটক করা হয় কার্যনির্বাহী প্রযোজককে। খবর, পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।