সপ্তাহ কয়েক আগেই শুরু হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। তবে এর মধ্যেই ধারাবাহিকের টিআরপি তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে দিতিপ্রিয়া রায় ও জীতু কমলের এই ধারাবাহিক। তবে এই ধারাবাহিকে নজর কেড়েছে আরও একটি চরিত্র— সন্তু। এই চরিত্রে অভিনয় করছেন তন্ময় মজুমদার। এর আগেও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তা ছাড়া নাটকের মঞ্চেও দেখা যায় তাঁকে। তবে এই ধারাবাহিকে একেবারে নতুন ধরনের চরিত্রে অভিনয় করছেন তিনি।
মধ্যবিত্ত পরিবারের মেয়ে অপর্ণা (দিতিপ্রিয়া)। তার বাবা পেশায় শাড়ি ব্যবসায়ী। অন্য দিকে আর্য (জীতু) ধনী পরিবারের ছেলে। তার অফিসেই চাকরি পেয়েছে অপর্ণা। কিন্তু অপর্ণার বিয়ের কথা চলছে সন্তুর সঙ্গে। বাবার সঙ্গে মেয়ে দেখতে যাচ্ছে সন্তু। কিন্তু তার শিশুসুলভ আচরণ এখনও কাটেনি। কখনও তার মুখে ললিপপ, কখনও আবার হবু স্ত্রীর সঙ্গে তার প্রেমিককে দেখে কেঁদে ভাসাচ্ছে সে। চরিত্রটি দেখে মজার মনে হলেও, আদতে নেতিবাচক চরিত্র সন্তু। ললিপপ খেতে দেখা গেলেও, আসলে দিতিপ্রিয়ার জীবনে খলনায়ক হতে চলেছে সে-ই, জানান তন্ময়।
আরও পড়ুন:
অভিনেতা বললেন, “একেবারেই নতুন ধরনের চরিত্র এটি। খুব মজা পাচ্ছি কাজটা করে। চরিত্রটি দেখে বোকা বোকা মনে হলেও, অনেক রং রয়েছে। আর এই ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরা বেশ কঠিন। আমাকে চরিত্রটি নিয়ে বেশ ভাবতে হয়েছে। আমার বাবার চরিত্রে বুদ্ধদেব ভট্টাচার্য অভিনয় করেছেন। ওঁর থেকে আমি অনেক কিছু শিখছি। ধারাবাহিকটির সঙ্গে মানুষ নিজেদের জীবনের অনেক মিল খুঁজে পাচ্ছে। তাই খুব ভাল প্রতিক্রিয়া পাচ্ছি।”
তন্ময় জানান, তাঁর ছবি ‘বাকি ইতিহাস’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সম্মান পেয়েছে। তার পরেও বেশ কিছু ধারাবাহিকে তিনি কাজ করেছেন। কিন্তু শেষ নয় মাস তাঁর হাতে কোনও কাজ ছিল না। অভিনেতার কথায়, “অনেক লড়াইয়ের মধ্যে কেটেছে শেষ নটা মাস। কোনও কাজ ছিল না। সেখান থেকে এমন একটা সুযোগ পেয়েছি। তাই নিজের ১০০ শতাংশ দিচ্ছি। তাই ভাল প্রতিক্রিয়াও পাচ্ছি। অনেকেই বলছে, কোথাও মনে হচ্ছে না জোর করে হাসানোর চেষ্টা করছি।”