Advertisement
০১ মার্চ ২০২৫
Entertainment news

‘তালমার রোমিও জুলিয়েট’ খ্যাত দুর্বার ছাঁদনাতলায়! বিয়ের আসরে তারকাদের মেলা

বিয়ের আসরের বিশেষ অতিথি ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। নবদম্পতির হাতে ফুলের তোড়া তুলে দেন তিনি। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঋতব্রত মুখোপাধ্যায়, ঐশ্বর্যা সেন, উজান চট্টোপাধ্যায়, নিশান্তিকা দাস-সহ টলিপাড়ার আরও অনেকে।

Talmar Romeo Juliet actor Durbar Sharma and production designer Mrittika Mukherjee got hitched

দুর্বার-মৃত্তিকার বিয়ের আসরে অনির্বাণ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৬:১৭
Share: Save:

টলিপাড়ায় বিয়ের মরসুম। শুক্রবার বিয়ে করলেন ‘তালমার রোমিও জুলিয়েট’ খ্যাত অভিনেতা দুর্বার শর্মা। গত বেশ কয়েক দিন ধরেই চলছিল বিয়ের প্রস্তুতি পর্ব। বিভিন্ন আত্মীয়-পরিজনের কাছে আইবুড়োভাত খাওয়ার ছবি ভাগ করে নিচ্ছিলেন সমাজমাধ্যমে। অবশেষে ছাঁদনাতলায় অভিনেতা।

পাত্রী মৃত্তিকা মুখোপাধ্যায় পেশায় আর্ট ডিরেক্টর ও প্রোডাকশন ডিজ়াইনার। বহু বছর ধরেই সম্পর্ক দুর্বার-মৃত্তিকার। প্রায়ই পরস্পরের সঙ্গে সোহাগী ছবি ভাগ করে নিতেন দু’জনে।

বিয়ের দিন মৃত্তিকা বেছে নিয়েছিলেন একেবারে সাবেক সাজ। লাল রঙের বেনারসি শাড়ির সঙ্গে সোনার গয়নায় সেজেছিলেন তিনি। ব্লাউজ়ের হাতায় ছিল বিশেষ নজরকাড়া নকশা। সেই একই নকশা দেখা গিয়েছে বিয়ের আসরসজ্জাতেও। পেশায় প্রোডাকশন ডিজ়াইনার হওয়ায়, নিজের বিয়ের আসরের সাজসজ্জাতেও বিশেষ নজর ছিল মৃত্তিকার। অন্য দিকে, দুর্বার পরেছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি ও ধুতি।

বিয়ের আসরের বিশেষ অতিথি ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। নবদম্পতির হাতে ফুলের তোড়া তুলে দেন তিনি। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঋতব্রত মুখোপাধ্যায়, ঐশ্বর্যা সেন, উজান চট্টোপাধ্যায়, নিশান্তিকা দাস-সহ টলিপাড়ার আরও অনেকে। বিয়ের আসরের নানা ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

‘তালমার রোমিও জুলিয়েট’ ছাড়াও, ‘দাদুর কীর্তি’, ‘পুরো পুরী একেন’, ‘ব্যোমকেশ’, ‘টেক্কা’, ‘মার্ডার বাই দ্য সি’র মতো ছবি ও ওয়েব সিরিজ়ে কাজ করেছেন অভিনেতা দুর্বার শর্মা। তবে অভিনয়ের পাশাপাশি লেখালিখিও করেন তিনি। ‘তালমার রোমিও জুলিয়েট’-এর চিত্রনাট্য লিখেছেন তিনি। এ ছাড়াও নিজের নাটকের দলও রয়েছে দুর্বারের।

অন্য বিষয়গুলি:

Durbar Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy