Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Taapsee Pannu

পেশাদার মডেল ছিলেন না, দেশের সৌন্দর্য প্রতিযোগিতায় কী ভাবে হেনস্থা করা হয়েছে জানালেন তাপসী!

লড়াই করতে হয়েছিল পেশাদার মডেলদের সঙ্গে। তাঁদের তুলনায় তাপসী ছিলেন অপেশাদার, অনভিজ্ঞ। তখনও পর্যন্ত তিনি শুধু ফোটোশুট করেছিলেন। টিভির কোনও বিজ্ঞাপনে তাঁর মুখ দেখা যায়নি

Taapsee Pannu recalls humiliating Miss India experience

শুটিং শেষের পার্টির পরে তাপসী বুঝতে পারেন, কতটা ঝুঁকিপূর্ণ এবং খারাপ পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ২০:২১
Share: Save:

কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসাবে। ২০১০ সালে আসেন অভিনয় জগতে। তার দু’বছর আগে ২০০৮ সালে ভারতের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাপসী পান্নু। তখন তিনি ছাত্রী। কেমন ছিল সেই অভিজ্ঞতা? সুখকর নয় বলেই জানালেন অভিনেত্রী। তাপসীর কথায়, প্রবল পক্ষপাতিত্ব হয়েছিল বাছাই পর্বে। প্রশ্ন উঠেছিল সেখানে তাঁর থাকার যোগ্যতা নিয়ে। চরম অপমানিত হতে হয়েছিল তাঁকে।

তাপসী জানান, দিল্লি থেকে বেছে নেওয়া তিন জনের মধ্যে এক জন ছিলেন তিনি। তাঁকে লড়াই করতে হয়েছিল পেশাদার মডেলদের সঙ্গে। তাঁদের তুলনায় তিনি ছিলেন অপেশাদার, অনভিজ্ঞ। তখনও পর্যন্ত তিনি শুধু ফোটোশুট করেছিলেন। টিভির কোনও বিজ্ঞাপনে তাঁর মুখ দেখা যায়নি, র‌্যাম্পে হাঁটার অভিজ্ঞতাও তাঁর ছিল না।

তাপসী বলেন, ‘‘গ্রুমিং পর্বে বুঝেছিলাম, এটা আমি করতে পারব না। আমাদের হাঁটা শেখানো হত, কী ভাবে হাসব, তাও শেখানো হত। হেমন্ত ত্রিবেদী তখন ছিলেন শিক্ষক হিসাবে। তিনি বলেছিলেন, ‘আমার হাতে থাকলে কখনওই তুমি প্রথম আঠাশ জনের মধ্যে জায়গা পেতে না।’’’

শুটিং শেষের পার্টির পরে তাপসী বুঝতে পারেন, কতটা ঝুঁকিপূর্ণ এবং খারাপ পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। নেপথ্যের কাহিনি তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘‘নানা রকম পক্ষপাতিত্বের ঘটনা ঘটত সেখানে। প্রতিযোগীদের নানা চুক্তিতে সই করানো হয়েছিল। শর্ত ছিল যে, প্রতিযোগীদের উপার্জনের তিরিশ শতাংশ তিন বছরের জন্য অনুষ্ঠান কর্তৃপক্ষকে দিতে হবে।’’

সেই প্রতিযোগিতা থেকে দু’টি খেতাব পেয়েছিলেন তাপসী। সেরা নতুন মুখের পুরস্কার (মিস ফ্রেশ ফেস) এবং সুন্দর ত্বকের পুরস্কার (মিস বিউটিফুল স্কিন)। ২০১০ সালে তেলুগু ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তাপসী। ২০১৩ সালে ‘চশমে বদ্দুর’ দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। আশির দশকের বিখ্যাত হিন্দি ছবির এই রিমেকটির পরিচালক ছিলেন ডেভিড ধাওয়ান।

অন্য বিষয়গুলি:

Taapsee Pannu Bollywood Actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy