অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সোনু সুদের স্ত্রী সোনালি সুদ। সোমবার গভীর রাতে মুম্বই-নাগপুর জাতীয় সড়কে বড় দুর্ঘটনার মুখে পড়ে সোনালির গাড়ি। সোনালির সঙ্গে তাঁর পরিবারের সদস্যেরাও ছিলেন। কেমন আছেন তিনি, জানালেন অভিনেতা নিজেই।
ঈশ্বরের কৃপায় রক্ষা পেয়েছেন স্ত্রী। এখন তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল, সংবাদমাধ্যমকে জানিয়েছেন সোনু সুদ। সোমবার রাতে দুর্ঘটনার খবর পেয়েই ছুটে গিয়েছিলেন অভিনেতা। সোনালির সঙ্গে তখন ছিলেন তাঁর বোন সুনীতা ও বোনপো সিদ্ধার্থ। তাঁরাও চোট পেয়েছিলেন। তড়িঘড়ি তাঁদের নাগপুরের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
হাসপাতাল থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, “সোনালি সুদ এবং তাঁর বোন ও বোনপোকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। প্রত্যেকেরই জ্ঞান ছিল সে সময়। শারীরিক অবস্থাও স্থিতিশীল ছিল। তবে দুর্ঘটনার জেরে আঘাত লেগেছে তাঁদের। যদিও পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে, তাঁদের শরীরে অভ্যন্তরীণ ক্ষত নেই।”
আরও পড়ুন:
প্রাথমিক চিকিৎসার পরেই বোনপো সিদ্ধার্থকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে সোনালি ও তাঁর বোনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোনু সুদের স্ত্রীর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগপ্রকাশ করেন অভিনেতার অনুরাগীরা। করোনা অতিমারির সময়ে সোনু পেয়েছিলেন ‘মসিহা’ তকমা। দুঃসময়ে বহু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তাই দুর্ঘটনার খবর পেয়েই প্রার্থনা শুরু করেছিলেন সোনুর অনুরাগীরা। সমাজমাধ্যমে অনেকেই লিখেছিলেন, “আপনার ভাল কর্মই আপনার স্ত্রীকে বাঁচাবে। ঈশ্বর আপনার অমঙ্গল করবেন না। আমরা প্রার্থনা করছি।” অনুরাগীদের সুরেই সোনু বলেন, “ঈশ্বরের দয়ায় সব ঠিক আছে।”