বান্দ্রা থানার পুলিশ পৌঁছল ডিআরডিও অফিসে। এখান থেকেই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্ত করছে সিবিআই। মঙ্গলবার সান্তাক্রুজে। ছবি: পিটিআই।
পর পর চার দিন। আজ ফের সিবিআই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের গেস্টহাউসে ডেকে পাঠালেন সুশান্ত সিংহ রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানি, পাচক নীরজ সিংহ এবং পরিচারক দীপেশ সবন্তকে। গত শনিবার থেকে প্রতিদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই তিন জনকে। ১৪ জুন যখন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের দেহ মেলে, তখন সেখানে ছিলেন এই তিন জন।
এ দিন সিবিআইয়ের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছেন সুশান্তের অ্যাকাউন্ট্যান্ট ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শ্রীধরকেও। এর আগে ৩ অগস্ট তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র অফিসারেরা।
গত বুধবার সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরের দিনই, বৃহস্পতিবার রাতে মুম্বই এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের দলটি। তার পর থেকে তারা একাধিক বার সুশান্তের বাড়িতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছে। জিজ্ঞাসাবাদ করেছে প্রয়াত অভিনেতার বন্ধু ও দুই পরিচারকে। কিন্তু এখনও সমন পাঠানো হয়নি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। এই রিয়াই কিন্তু সুশান্তের বাবা কে কে সিংহের করা এফআইআরে মূল অভিযুক্ত। তবে রিয়া চক্রবর্তীকে দু’বার জিজ্ঞাসাবাদ করছে ইডি। রিয়ার বিবৃতি ইডির অফিসারেরা সিবিআইয়ের হাতে তুলেও দিয়েছেন।
Maharashtra: 6 people including Sandip Shridhar, Siddharth Pithani, Neeraj Singh, Rajat Mewati & Keshav present at the DRDO guest house in Mumbai, where the CBI team investigating the #SushantSinghRajput's death case is staying. pic.twitter.com/enbLNoazYp
— ANI (@ANI) August 25, 2020
আজ একটি বেসরকারি খবরের চ্যানেল দাবি করে, রিয়া চক্রবর্তীকে জেরা করে সুশান্ত ও রিয়ার মাদক ব্যবহারের বিষয়ে অনেক কিছু জেনেছে ইডি। এমনকি, রিয়া নাকি মাদক পাচারেও যুক্ত ছিলেন বলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ধারণা ইডি-র। এই সব তথ্যই সিবিআইকে দিয়েছে তারা।
Central Bureau of Investigation (CBI) summons two Mumbai Police personnel-Bhushan Belnekar, the investigating officer in #SushantSinghRajput's death case and a sub-inspector from Bandra Police Station pic.twitter.com/g6d9SSwTNq
— ANI (@ANI) August 25, 2020
আরও পড়ুন: সুশান্তের অ্যাম্বুল্যান্সের পাশে দাঁড়ান সেই রহস্যময়ী কি ফারহান আখতারের প্রেমিকা শিবানী?
আরও পড়ুন: সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপের কলরেকর্ড ফাঁস, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
সিবিআই সূত্রের খবর, সুশান্ত সিংহ রাজপুতের ‘সাইকোলজিকাল অটপ্সি’ বা মনস্তাত্ত্বিক ময়না-তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন গোয়েন্দারা। এই পদ্ধতিতে সুশান্তের দৈনন্দিন জীবনযাপনের খুঁটিনাটি তথ্য, তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট, পরিবার ও বন্ধুদের সঙ্গে বাক্যালাপ, সব কিছু খুঁটিয়ে দেখা হবে।
Maharashtra: Sandip Shridhar, #SushantSinghRajput's Chartered Accountant leaves the DRDO guest house in Mumbai, where the CBI team investigating the actor's death case is staying. pic.twitter.com/DlOVrRkB7m
— ANI (@ANI) August 25, 2020
এর আগে মাত্র দু’টি মামলাতেই এই পদ্ধতি অবলম্বন করে তদন্ত চালিয়ে ছিলেন গোয়েন্দারা— সুনন্দা পুষ্কর মামলা এবং বুরারি গণ-আত্মহত্যা মামলা। এ দিন সিবিআই যেখান থেকে তদন্ত চালাচ্ছে, এই এলাকায় নো পার্কিং জ়োনে গাড়ি দাঁড় করানোর জন্য চারটি মিডিয়া সংস্থাকে জরিমানা করেছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy