বিস্ফোরক সোনু নিগম। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর সঙ্গীত জগতের ‘মাফিয়া’দের দিকে সরাসরি আঙুল তুললেন তিনি। ইনস্টাগ্রামে বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোনু। সেখানেই তাঁর অভিযোগ, শুধু সিনেমা জগতেই নয় ‘রাজনীতি’ চলে সঙ্গীত জগতেও। মাত্র দুই মিউজিক কোম্পানি এবং দুই অভিনেতার অঙ্গুলিহেলনেই যে সাড়া দেয় গোটা বলি-মিউজিক জগৎ, তা বারে বারে উঠে এসেছে সোনুর ওই ভিডিয়োয়।
তাঁর কথায়, “আজ এক অভিনেতা মারা গিয়েছেন। কাল সঙ্গীত জগৎ থেকেও এ রকম খবর আপনারা শুনতেই পারেন। কারণ, দুর্ভাগ্যক্রমে এখানে সিনেমার থেকেও বড় মাফিয়া রয়েছেন।” সোনুর অভিযোগ, অনেক সময়েই হয়েছে, সুরকার রাজি, প্রযোজক রাজি কিন্তু শেষ মুহূর্তে মিউজিক কোম্পানির নির্দেশে পূর্ব নির্ধারিত গায়ককে বাদ দিয়ে অন্য গায়ককে দিয়ে গান গাওয়ানো হয়েছে। এখানেই শেষ নয়, রেডিয়োতে কী গান চালানো হবে, টিভিতে কোন গান বেশি চলবে তাও নিয়ন্ত্রিত হয় ওই দুই কোম্পানির দ্বারাই, সে কথাও তাঁর ভিডিয়োতে বলেছেন সোনু।
নিজের সঙ্গেও যে এরকমটা হয়েছে সে কথাও অকপটে স্বীকার করে নেন গায়ক। নাম না করে এক অভিনেতার প্রসঙ্গে সোনু বলেন, “এমনও হয়েছে, আমাকে দিয়ে একটি গান গাওয়ানোর পর তা কিছু অজানা কারণে অরিজিৎ সিংহের কাছে চলে গিয়েছে। ১৯৮৯ সাল থেকে কাজ করা একজন মানুষের সঙ্গেও যদি আজ এরকমটা হতে পারে, তা হলে নতুন বাচ্চা, যারা সবে ইন্ডাস্ট্রিতে এসেছে, তাঁদের কী অবস্থা হয় সেটাই আমি ভাবছি।”
আরও পড়ুন- ‘প্রায়ই ভাবতাম, ১৪ তলা থেকে ঝাঁপ দিলে কেমন হয়’
দেখুন কী বললেন সোনু নিগম
You might soon hear about Suicides in the Music Industry.
মাঝে মধ্যেই ইন্ডাস্ট্রিতে সদ্য পা দেওয়া ছেলেমেয়েরা তাঁদের অকারণে বাদ পড়ার দারুণ যন্ত্রণা নিয়ে ফোন করেন তাঁকে। কী ভাবে শেষ মুহূর্তে কাজ হারানোর যন্ত্রণা প্রতি মুহূর্তে কুরে কুরে খায় ওই সব ছেলেমেয়েদের, তা নিজে চোখে দেখেছেন বলেই জানান সোনু নিগম। সঙ্গীত জগৎকে নিজেদের কুক্ষিগত করে রাখা ওই দুই মিউজিক সংস্থাকে তাই তাঁর বার্তা, “এ ভাবে কাউকে প্রতারিত করবেন না। ওই সমস্ত নিউকামারদের চোখের জল, হতাশা মাখা মুখের মুল্য অনেক। দেখবেন, ওঁদের অভিশাপ যেন আপনাদের নিজের গায়েই না লাগে।”