রিয়ার বিরুদ্ধে এফআইআর-এর পরেই ইনস্টায় এ ভাবে লিখে ঠিক কী বোঝাতে চাইছেন অঙ্কিতা? ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে খোদ সুশান্ত সিংহ রাজপুতের বাবা কেকে সিংহ পটনার রাজেন্দ্রনগর থানায় মঙ্গলবার এফআইআর দায়ের করার পরেই উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন অঙ্কিতা লোখান্ডে। আজ ইনস্টাগ্রাম স্টোরিতে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে তিনি লেখেন, ‘সত্যের জয়’। রিয়ার বিরুদ্ধে এফআইআর-এর পরেই ইনস্টায় এ ভাবে লিখে ঠিক কী বোঝাতে চাইছেন অঙ্কিতা? তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
টানা এক মাস তিনি চুপ ছিলেন। সুশান্তের মৃত্যু নিয়ে যখন সোশ্যাল মিডিয়া তোলপাড় তখন মুখে কুলুপ এঁটেছিলেন অঙ্কিতা লোখন্ডে। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তাঁর চৌহদ্দিতে প্রবেশের অধিকার ছিল না মিডিয়ারও। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছিল, অঙ্কিতা ভাল নেই। হোক না সুশান্ত প্রাক্তন, তাঁর এ ভাবে চলে যাওয়াটা কিছুতেই মানতে পারছেন না অঙ্কিতা।
অবশেষে সুশান্তের মৃত্যুর ঠিক এক মাস পর, গত ১৪ জুলাই মুখ খুলেছিলেন তিনি। বা বলা ভাল, একটি পোস্টেই বুঝিয়ে দিয়েছিলেন তাঁর অন্তরের অভিব্যক্তি। ২৪ জুলাই হটস্টারে মুক্তি পায় সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’। সেই ছবি মুক্তির ঠিক আগেই আবার একটি পোস্ট করেছিলেন অঙ্কিতা, যার পরতে পরতে শুধুই সুশান্ত। এ বার ইনস্টায় তাঁর বক্তব্যে পরিষ্কার হয়ে যাচ্ছে, সুশান্তের মৃত্যুর যাতে যথাযথ তদন্ত হয় সেই আশায় দিন গুণছেন তিনি।
অঙ্কিতার ইনস্টাগ্রাম স্ট্যাটাস। ছবি স্ক্রিনশট।
শুধু রিয়াই নন, বিহার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফআইআর-এ রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী-সহ পরিবারের আরও কয়েক জন সদস্যের নাম রয়েছে। পটনা সেন্ট্রাল জোনের আইজি মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান, “রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা), ৩৪১ এবং ৩৪২ (জোর করে ধরে রাখা), ৩৮০ (বাড়ির জিনিস চুরি), ৪০৬ (চুক্তিভঙ্গ) এবং ৪২০ (প্রতারণা) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।’’
সুশান্তের মৃত্যুরহস্য কি সত্যিই উদ্ঘাটিত হবে? বিনোদন দুনিয়ায় এখন এই প্রশ্নই ঘুরছে!
আরও পড়ুন: রিয়ার বিরুদ্ধে এফআইআর সুশান্তের বাবার, মুম্বই পৌঁছল বিহার পুলিশ
আরও পড়ুন: ‘রিয়াকে বলিনি সুশান্তকে ছাড়তে’, পুলিশকে আর যা যা বললেন মহেশ ভট্ট
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy