Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
bollywood

নায়কের কেরিয়ার গুছিয়ে দিয়েছিলেন তিনিই, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যুও রহস্যে ঘেরা

পরে সুশান্তের ম্যানেজার হিসেবে আর দেখা যায়নি তাঁকে। যদিও দিশা নিজেই ছেড়েছিলেন, না কি সুশান্ত তাঁকে সরিয়েছিলেন, সেই বিষয়টি স্পষ্ট নয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ১২:১২
Share: Save:
০১ ১৯
বিনোদন দুনিয়ার তারকাদের রোজনামচা গুছিয়ে রাখাই ছিল তাঁর কাজ। সে কাজে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন তিনি। অল্প বয়সেই জনসংযোগের কাজে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন দিশা সালিয়ান।

বিনোদন দুনিয়ার তারকাদের রোজনামচা গুছিয়ে রাখাই ছিল তাঁর কাজ। সে কাজে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন তিনি। অল্প বয়সেই জনসংযোগের কাজে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন দিশা সালিয়ান।

০২ ১৯
কেরিয়ারের শুরুতে তিনি ছিলেন পাবলিক রিলেশনস ম্যানেজার। পরে হয়ে ওঠেন সেলেব্রিটি ট্যালেন্ট ম্যানেজার। কাজ করতেন কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড-এ।

কেরিয়ারের শুরুতে তিনি ছিলেন পাবলিক রিলেশনস ম্যানেজার। পরে হয়ে ওঠেন সেলেব্রিটি ট্যালেন্ট ম্যানেজার। কাজ করতেন কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড-এ।

০৩ ১৯
এই কনসালটেন্সির মালিক অভিনেতা সোহেল খানের শ্যালক বান্টি সাজদেহ। অভিনয় জগতের তারকাদের পাশাপাশি বহু নামী খেলায়াড়ের ট্যালেন্ট ম্যানেজারের পরিষেবা দেয় এই সংস্থা।

এই কনসালটেন্সির মালিক অভিনেতা সোহেল খানের শ্যালক বান্টি সাজদেহ। অভিনয় জগতের তারকাদের পাশাপাশি বহু নামী খেলায়াড়ের ট্যালেন্ট ম্যানেজারের পরিষেবা দেয় এই সংস্থা।

০৪ ১৯
এই সংস্থার কর্মী হিসেবে দিশা ডিল করতেন বিনোদন জগতের তারকাদের সঙ্গে। কাজ করেছেন বরুণ শাহ, ভারতী সিংহ, রিয়া চক্রবর্তী এবং কিছু সময়ের জন্য ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গেও।

এই সংস্থার কর্মী হিসেবে দিশা ডিল করতেন বিনোদন জগতের তারকাদের সঙ্গে। কাজ করেছেন বরুণ শাহ, ভারতী সিংহ, রিয়া চক্রবর্তী এবং কিছু সময়ের জন্য ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গেও।

০৫ ১৯
নিজের কাজে দক্ষ হিসেবে পরিচিতি ছিল ঝকঝকে তরুণী দিশার। কেরিয়ারের শুরুতে তিনি কাজ করেছিলেন সুশান্ত সিংহ রাজপুতের ম্যানেজার হিসেবে।

নিজের কাজে দক্ষ হিসেবে পরিচিতি ছিল ঝকঝকে তরুণী দিশার। কেরিয়ারের শুরুতে তিনি কাজ করেছিলেন সুশান্ত সিংহ রাজপুতের ম্যানেজার হিসেবে।

০৬ ১৯
বলিউডের অন্দরে যাঁদের আনাগোনা, তাঁরা জানেন, ইন্ডাস্ট্রিতে সুশান্তের প্রতিষ্ঠার পিছনে বিরাট অবদান রয়েছে সেলিব্রিটি ট্যালেন্ট ম্যনেজার দিশা সালিয়ানের।

বলিউডের অন্দরে যাঁদের আনাগোনা, তাঁরা জানেন, ইন্ডাস্ট্রিতে সুশান্তের প্রতিষ্ঠার পিছনে বিরাট অবদান রয়েছে সেলিব্রিটি ট্যালেন্ট ম্যনেজার দিশা সালিয়ানের।

০৭ ১৯
কিন্তু পরে সুশান্তের ম্যানেজার হিসেবে আর দেখা যায়নি তাঁকে। যদিও দিশা নিজেই ছেড়েছিলেন, না কি সুশান্ত তাঁকে সরিয়েছিলেন, সেই বিষয়টি স্পষ্ট নয়।

কিন্তু পরে সুশান্তের ম্যানেজার হিসেবে আর দেখা যায়নি তাঁকে। যদিও দিশা নিজেই ছেড়েছিলেন, না কি সুশান্ত তাঁকে সরিয়েছিলেন, সেই বিষয়টি স্পষ্ট নয়।

০৮ ১৯
গত ৮ এবং ৯ জুনের সন্ধিক্ষণে রহস্যমৃত্যু হয় দিশার। পুলিশ সূত্রে জানা যায়, মুম্বইয়ের মালাডের একটি বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।

গত ৮ এবং ৯ জুনের সন্ধিক্ষণে রহস্যমৃত্যু হয় দিশার। পুলিশ সূত্রে জানা যায়, মুম্বইয়ের মালাডের একটি বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।

০৯ ১৯
বাবা মায়ের সঙ্গে দিশা থাকতেন মুম্বইয়ের দাদারে। গত ৮ জুন রাতে তিনি কয়েক জন বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়েছিলেন মালাড ওয়েস্টের একটি ফ্ল্যাটে। ফ্ল্যাটের মালিক দিশার প্রেমিক, অভিনেতা রোহন রাই।

বাবা মায়ের সঙ্গে দিশা থাকতেন মুম্বইয়ের দাদারে। গত ৮ জুন রাতে তিনি কয়েক জন বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়েছিলেন মালাড ওয়েস্টের একটি ফ্ল্যাটে। ফ্ল্যাটের মালিক দিশার প্রেমিক, অভিনেতা রোহন রাই।

১০ ১৯
পুলিশের তদন্তে উঠে এসেছে, রাতের খাওয়াদাওয়ার পরে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেছিলেন দিশা। রাত একটা নাগাদ সুরাসক্ত অবস্থায় ১২ তলা ফ্ল্যাটের খোলা জানালা দিয়ে নীচে পড়ে যান তিনি।

পুলিশের তদন্তে উঠে এসেছে, রাতের খাওয়াদাওয়ার পরে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেছিলেন দিশা। রাত একটা নাগাদ সুরাসক্ত অবস্থায় ১২ তলা ফ্ল্যাটের খোলা জানালা দিয়ে নীচে পড়ে যান তিনি।

১১ ১৯
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় রাত আড়াইটে নাগাদ। সে সময় খোলা রাস্তায় রক্তের স্রোতে পড়েছিলেন দিশা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় রাত আড়াইটে নাগাদ। সে সময় খোলা রাস্তায় রক্তের স্রোতে পড়েছিলেন দিশা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

১২ ১৯
মেয়ের মৃত্যুতে কোনও ষড়যন্ত্র সন্দেহ করেননি দিশার বাবা মা। তাঁদের দাবি, নিজের ভবিষ্যৎ নিয়ে ইদানীং উদ্বিগ্ন ছিলেন দিশা। তবে রোহনের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে আপত্তি ছিল তাঁদের। কিন্তু শেষ অবধি মেয়ের খুশির কথা ভেবে মেনে নিয়েছিলেন সেই সম্পর্কও। সম্মতি দিয়েছিলেন বিয়েতেও।

মেয়ের মৃত্যুতে কোনও ষড়যন্ত্র সন্দেহ করেননি দিশার বাবা মা। তাঁদের দাবি, নিজের ভবিষ্যৎ নিয়ে ইদানীং উদ্বিগ্ন ছিলেন দিশা। তবে রোহনের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে আপত্তি ছিল তাঁদের। কিন্তু শেষ অবধি মেয়ের খুশির কথা ভেবে মেনে নিয়েছিলেন সেই সম্পর্কও। সম্মতি দিয়েছিলেন বিয়েতেও।

১৩ ১৯
কিন্তু রোহন-দিশার মধ্যে ইদানীং নাকি টানাপড়েন চলছিল। অন্য এক অভিনেত্রীর সঙ্গে রোহের সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন রিয়া। পুলিশের দাবি, ওই রাতের পার্টিতেও দু’জনের মধ্যে তীব্র ঝগড়া হয়।

কিন্তু রোহন-দিশার মধ্যে ইদানীং নাকি টানাপড়েন চলছিল। অন্য এক অভিনেত্রীর সঙ্গে রোহের সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন রিয়া। পুলিশের দাবি, ওই রাতের পার্টিতেও দু’জনের মধ্যে তীব্র ঝগড়া হয়।

১৪ ১৯
অ্যালকোহলের বোতল ছাড়াও ওই ফ্ল্যাট থেকে অন্যান্য নেশাদ্রব্যের সন্ধান পেয়েছে পুলিশ। প্রথমে ষড়যন্ত্রের অভিযোগ না করলেও পরে মেয়ের রহস্যমৃত্যুর যথাযথ তদন্তের আবেদন করেছেন দিশার বাবা-মা।  (প্রতীকী চিত্র)

অ্যালকোহলের বোতল ছাড়াও ওই ফ্ল্যাট থেকে অন্যান্য নেশাদ্রব্যের সন্ধান পেয়েছে পুলিশ। প্রথমে ষড়যন্ত্রের অভিযোগ না করলেও পরে মেয়ের রহস্যমৃত্যুর যথাযথ তদন্তের আবেদন করেছেন দিশার বাবা-মা। (প্রতীকী চিত্র)

১৫ ১৯
দিশার মৃত্যুরহস্যে পুলিশ রোহন এবং সে রাতের পার্টিতে উপস্থিত অন্যান্য বন্ধুদের জেরা করেছে।

দিশার মৃত্যুরহস্যে পুলিশ রোহন এবং সে রাতের পার্টিতে উপস্থিত অন্যান্য বন্ধুদের জেরা করেছে।

১৬ ১৯
দিশার বন্ধুবৃত্তে বলিউডের তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাঁর অকালমৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেছিলেন বরুণ শর্মা, ভারতী সিংহ, রেশমী দেশাই, সৌম্য টন্ডন, নুসরত ভারুচা, রিচা চড্ডা এবং অবশ্যই সুশান্ত সিংহ রাজপুত।

দিশার বন্ধুবৃত্তে বলিউডের তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাঁর অকালমৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেছিলেন বরুণ শর্মা, ভারতী সিংহ, রেশমী দেশাই, সৌম্য টন্ডন, নুসরত ভারুচা, রিচা চড্ডা এবং অবশ্যই সুশান্ত সিংহ রাজপুত।

১৭ ১৯
তখন আর কে জানত, এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সুশান্তের জন্যই শোকবার্তায় ভরে যাবে সোশ্যাল মিডিয়া।

তখন আর কে জানত, এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সুশান্তের জন্যই শোকবার্তায় ভরে যাবে সোশ্যাল মিডিয়া।

১৮ ১৯
দিশার মৃত্যুরহস্যের তদন্ত এখনও শেষ হয়নি। দুর্ঘটনা, না কি আত্মহত্যা, মৃত্যুর কারণ এখনও সুস্পষ্ট নয়। তার মধ্যেই সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার তাঁর নিজের বাড়ি থেকে।

দিশার মৃত্যুরহস্যের তদন্ত এখনও শেষ হয়নি। দুর্ঘটনা, না কি আত্মহত্যা, মৃত্যুর কারণ এখনও সুস্পষ্ট নয়। তার মধ্যেই সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার তাঁর নিজের বাড়ি থেকে।

১৯ ১৯
এই দুই রহস্যমৃত্যু কি শুধুই সমাপতন ? নাকি কোনও যোগসূত্র রয়েছে? ভাবাচ্ছে গোয়েন্দাদের।

এই দুই রহস্যমৃত্যু কি শুধুই সমাপতন ? নাকি কোনও যোগসূত্র রয়েছে? ভাবাচ্ছে গোয়েন্দাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy