গ্রাফিক- তিয়াসা দাস।
সানি লিওনি ভর্তি হচ্ছেন কলকাতার আশুতোষ কলেজে! তাও আবার ইংরেজিতে অনার্স নিয়ে। বৃহস্পতিবার ওই কলেজের জেনারেল ক্যাটাগরির ভর্তির ইংরেজির মেধা তালিকা বলছিল তেমনটাই। শুক্রবার তা নিয়েই কৌতুকবাণ ছুড়লেন সানি নিজেই। বললেন, “ক্লাসে দেখা হচ্ছে”।
গতকাল মেধাতালিকায় দেখা গিয়েছিল সানির শুধু নামই লেখা নেই, সবচেয়ে বেশি নম্বরও পেয়েছেন তিনিই। ৪০০ তে ৪০০। পাশ করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে। এর পরেই নেটদুনিয়ায় হাসির রোল। আর মুহূর্তে ভাইরাল সেই তালিকার স্ক্রিনশট। একের পর এক মিমে প্লাবিত হচ্ছে ফেসবুক, টুইটার।
মেধাতালিকায় সানির নাম
Fortunately i will be a year senior than you.and our college is different. but i want to admission this college in English honours 😂❤️❤️ pic.twitter.com/NzWjFjrzlo
— babai barik (@babai__Barik) August 28, 2020
খবর পৌঁছেছে সানি লিওনের কাছেও। আজ শুক্রবার নিজের টুইটার থেকে সানি লেখেন, “পরের সেমেস্টারে দেখা হচ্ছে তা হলে। আশা করছি, আমার ক্লাসেই থাকবে তোমরা।”
সানির টুইট
See you all in college next semester!!! Hope your in my class ;) 😆😜
— sunnyleone (@SunnyLeone) August 28, 2020
সানির ভক্তকুল তো হেসেই গড়াগড়ি। তাঁর যে এমন সূক্ষ্ম রসবোধ রয়েছে সে প্রমাণ পেয়েই উচ্ছ্বসিত তাঁরা। কমেন্ট সেকশনে ভেসে আসছে একের পর এক মজার মন্তব্য। একজন লিখছেন, “একদম ম্যাম। আপনার সঙ্গে এক ক্লাসে পড়ার সৌভাগ্য কি মিস করা যায়?” আর এক জনের সরস মন্তব্য, “ইস, আমি তো সেকণ্ড ইয়ার। আগের বার যে কেন এমনটা হল না?”
এ বার প্রশ্ন হল এমন ‘ভুল’ হল কী করে? তা নিয়ে কলেজের সহ অধ্যক্ষ অপূর্ব রায়কে ফোন ও মেসেজ করা হলেও উত্তর মেলেনি। তবে শিক্ষা মহলের একাংশের মত, এখন কলেজগুলিতে সম্পূর্ণ অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলে। কোনও কোনও ক্ষেত্রে এই ভর্তির ওয়েবসাইট সম্পূর্ণটাই দেখে তৃতীয় কোনও সংস্থা। তারা আবেদনপত্র থেকে মেধা তালিকা প্রস্তুত করে দেয়। ভর্তির যাবতীয় তথ্য আপলোড করলেও কোনও কোনও ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা এত বেশি হয় যে, সব কিছু খতিয়ে দেখা প্রাথমিকভাবে সম্ভব হয় না। চাহিদা অনুযায়ী আবেদনকারী কত নম্বর পেয়েছে, সেটা দেখে নিয়ে তালিকা তৈরি করে ফেলা হয়। এ ধরনের ভুল আগেও এ রাজ্যের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চোখে পড়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy