Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Cinema

প্রতিবাদের রাজনীতি

দেওল পরিবার এই আন্দোলনে রাজনীতির কারণেই খানিক বিভাজিত। পঞ্জাবি শিকড়ের অস্মিতাকে সব সময়েই লালন করে এসেছেন ধর্মেন্দ্র।

সানি দেওল

সানি দেওল

নিজস্ব সংবাদাতা
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ০০:২৮
Share: Save:

জাতীয় ও আন্তর্জাতিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে বলিউড সেলেব্রিটিদের অনেকেই প্রতিবাদ জানান। তবে কে কোন বিষয়ের প্রতিবাদে শামিল হচ্ছেন, তার প্রত্যক্ষ যোগ থাকে সংশ্লিষ্ট সেলেবের ইমেজ গঠনে। গত কয়েক বছরে বিজেপি সরকার-বিরোধী নীতি-প্রকল্পের কঠোর সমালোচক হয়ে উঠেছেন অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, অনুভব সিংহ প্রমুখ। কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত কৃষি বিলের প্রতিবাদেও মুখর এঁরা। এর সঙ্গেই পঞ্জাব ও হরিয়ানার কৃষক আন্দোলনে একযোগে পাশে এসে দাঁড়িয়েছেন পঞ্জাবের একগুচ্ছ তারকা। তাঁদের মধ্যে অনেকেই এখন বলিউডে সুপ্রতিষ্ঠিত।

দেওল পরিবার এই আন্দোলনে রাজনীতির কারণেই খানিক বিভাজিত। পঞ্জাবি শিকড়ের অস্মিতাকে সব সময়েই লালন করে এসেছেন ধর্মেন্দ্র। তিনি কৃষক আন্দোলনে তাঁর সমর্থন জানিয়েছেন। তবে তাঁর বড় ছেলে সানি দেওল বিজেপি নেতা হওয়ায় আন্দোলনের থেকে সচেতন দূরত্ব বজায় রেখেছেন। জনগণের উদ্দেশে সানির বার্তা, ‘‘এটা সরকার এবং কৃষকদের মধ্যের সমস্যা। তাঁরা নিজেরাই মিটিয়ে নিতে পারবেন। স্বার্থান্বেষীরা যেন অযথা গোলমাল তৈরি না করে।’’

গত কয়েক বছরে পঞ্জাবি র‌্যাপের দাপটে ওই রাজ্যের অনেক আঞ্চলিক শিল্পী বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। তাই পরিচয়ভিত্তিক রাজনীতি বা আইডেনটিটি পলিটিক্সের নিরিখে এঁদের প্রতিবাদ গুরুত্ব রাখে। মিকা সিংহের মতো জনপ্রিয় নামের পাশাপাশি প্রতিবাদে সমর্থন জানিয়েছেন ভারতীয়-কানাডিয়ান পপ তারকা জ্যাজ়ি বি। কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রীকে যোগ্য প্রত্যুত্তর দিয়ে অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ এই প্রতিবাদের অন্যতম মুখ হয়ে উঠেছেন।

এ ছাড়াও গিপ্পি গ্রেওয়াল, হরভজন মান, নুরান সিস্টার্সের মতো জনপ্রিয় শিল্পীরা সিংঘু সীমান্তে প্রতিবাদরত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।

অন্য বিষয়গুলি:

Cinema Sunny Deol Farm Bill 2020 Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy