শুধু পর্দাতেই নয়। বাস্তবজীবনেও সানি দেওলের ‘না’ মানে ‘না’। সেটা কখনও ‘হ্যাঁ’-এ রূপান্তরিত হয় না। ১৯৯৩ সালে ‘ডর’-এর শুটিংয়ের সময় যশরাজ ফিল্মসের সঙ্গে ঝামেলা বাধে তাঁর। সানির মনে হয়েছিল, তাঁর তুলনায় সেই ছবির চিত্রনাট্যে গুরুত্ব দেওয়া হয়েছিল নবাগত শাহরুখ খানকে। এর পর আর কোনও দিন তাঁদের প্রস্তাবে রাজি হননি সানি । তার জন্য স্বপ্নের প্রজেক্ট হাতছাড়া হলেও।