শুভশ্রী। ফাইল চিত্র।
টুইট করে সোমবারই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর সবাইকে জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী৷ রাজ লেখেন, “বাবাকে কিছু দিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর দু’বার করোনা পরীক্ষা হয়। কিন্তু দু’বারই রিপোর্ট নেগেটিভ আসে। আমারও করোনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু তাতে রিপোর্ট পজিটিভ এসেছে।’’ সঙ্গে এটাও জানিয়ে ছিলেন, খুব কমই উপসর্গ রয়েছে তাঁর৷ তবে কোনও ঝুঁকি না নিয়ে বাড়িতেই একটি ঘরে নিজেকে বন্দি করে ফেলেছেন তিনি৷
রাজ জানিয়েছিলেন, শুভশ্রী-সহ পরিবারের বাকি সদস্যদের খুব দ্রুত করোনা পরীক্ষা করা হবে। সেপ্টেম্বরেই তাঁদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। এই অবস্থায় শুভশ্রীকে নিয়ে সকলের চিন্তা ছিল। মঙ্গলবার টুইট করে সুখবর দিলেন রাজ নিজেই। তিনি জানালেন, শুভশ্রী-সহ গোটা পরিবারের রেজাল্ট এসেছে নেগেটিভ। অনুরাগীদের দুশ্চিন্তা নিজেই দূর করলেন রাজ।
আরও পড়ুন: যে উহান থেকে বিশ্বে করোনা ছড়িয়ে পড়ল, সেখানে কী ভাবে পার্টি চলছে দেখুন
আরও পড়ুন: ছেলে আমার মতোই হয়েছে, সারা রাত কথা বলে: কোয়েল
রাজের টুইট:
Good news: Subhashree and everyone else in the family has tested negative for COVID-19. Makes me feel relieved. I'm totally fit and taking care of myself. We are all in seperate rooms. Thank you so much for your well wishes.
— Raj chakrabarty (@iamrajchoco) August 18, 2020
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy