Advertisement
E-Paper

স্বাধীনতা দিবসে সংঘর্ষ জারি! জোর টক্করে ‘স্ত্রী ২’, ‘খেল খেল মেঁ’, ‘ভেদা’, জিতবে কে?

স্বাধীনতা দিবসে পর্দায় মুক্তি পাবে তিন তিনটি হিন্দি ছবি। প্রত্যেকটি প্রত্যেকটির থেকে আলাদা। তিন স্বাদের ছবিগুলি কি পারবে প্রেক্ষাগৃহে দর্শক টানতে?

Images Of Posters Stree 2, Khel Khel Mein And Vedaa

(বাঁ দিক থেকে ডান দিকে) স্ত্রী ২, খেল খেল মেঁ, ভেদা ছবির পোস্টার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১৪:০১
Share
Save

উদ্‌যাপন মানেই বিনোদন। সিনেপ্রেমীদের কাছে বিনোদন মানেই নানা স্বাদের ছবি। সেই পথে হেঁটে ১৫ অগস্ট তিনটি হিন্দি ছবি বড় পর্দায় মুক্তি পাচ্ছে। ‘স্ত্রী ২’, ‘খেল খেল মেঁ’, ‘ভেদা’। এই কারণেই সিনেরসিকদের কপালে ভাঁজ। তাঁদের কৌতূহল, একই দিনে তিনটি বড় বাজেটের ছবিমুক্তি কতটা বাণিজ্যসফল হবে? কার মুখেই বা হাসি ফুটবে?

একাধিক সিনে সমালোচকদের মতে, ২০২৪ সালটা নাকি রাজকুমার রাওয়ের। এ বছর তাঁর প্রথম ছবি ‘শ্রীকান্ত’। যা দেখে অভিনেতার অনুরাগীরা নতুন করে তাঁর প্রেমে পড়েছেন। তাঁর দ্বিতীয় ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ বক্স অফিসে সফল। পাশাপাশি, রাজকুমারের অভিনয়ও প্রশংসিত। অভিনেতার তৃতীয় ছবি ‘স্ত্রী ২’ মুক্তি পাচ্ছে স্বাধীনতা দিবসে। সাফল্যের ধারা ধরে রেখে পর পর তিন বার রাজকুমার কি চওড়া হাসি হাসবেন? আপাতত এই নিয়ে চর্চা চলছে। দীনেশ বিজনের ‘স্ত্রী ২’-তে রাজকুমার ছাড়াও থাকছেন শ্রদ্ধা কপূর, পঙ্কজ ত্রিপাঠী। সিক্যুয়েলে যোগ দিচ্ছেন বরুণ ধওয়ান।

ইদানীং, অক্ষয় কুমার একের পর এক ছবিতে ব্যর্থ। তার পরেও স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে তাঁর ‘খেল খেল মেঁ’। যাঁরা কমেডি জ়ঁরের ছবি দেখতে ভালবাসেন, তাঁরা কৌতুক রসের এই ছবিটির অপেক্ষায় রয়েছেন। অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধেছেন তাপসী পান্নু, বাণী কপূর, ফারদিন খান, অ্যামি ভির্ক প্রমুখ। মুদস্সর আজ়িজ় পরিচালিত ছবিটি কি বক্স অফিসে অক্ষয়ের ভাগ্য ফেরাবে? এখন সেটাই দেখার। তবে তিন ছবির একযোগে মুক্তিতে দর্শক যে ভাগ হয়ে যাবে, তা নিয়ে সন্দেহ নেই। সিনেবোদ্ধাদের এ-ও আগাম ভবিষ্যদ্বাণী, দীনেশের ‘স্ত্রী’ ছবিটি প্রথম বারেই দর্শকদের মন জয় করেছে। ফলে, দ্বিতীয় ছবিটি ঘিরে তাঁদের বাড়তি আশা। এই কারণেই দর্শকদের একটা বড় অংশ যে ছবিটির দিকে ঝুঁকবে, তা বলাই বাহুল্য।

জন আব্রাহাম, তমন্না ভাটিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শর্বরী অভিনীত ‘ভেদা’ ছবিটি নিয়েও চর্চা কম নয়। ২৫ অথবা ২৬ জুলাই মুক্তি পেতে পারে ছবির ট্রেলার। জন এই ছবিতে ফের অ্যাকশনে। কঠোর অনুশাসনের বিরুদ্ধে, এক নারীর সংগ্রামকে সমর্থন জানিয়ে তাঁর বিদ্রোহ। বক্স অফিস বলছে, জন বরাবর অ্যাকশনে সফল। নিখিল আডবাণী পরিচালিত ছবিটি বক্স অফিসে তাই একেবারে মুখ থুবড়ে পড়বে না, এমনটাই পূর্বাভাস।

independence day Stree 2 Khel Khel Main Vedaa Rajkumar Akshay Kumar John Abraham

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।