Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
armaan jain

রাজ কপূরের নাতি আরমানের বিয়ের রিসেপশনে বলিউডি তারকাদের চাঁদের হাট

তাঁর একমাত্র ছবি ‘লে কর হম দিওয়ানা দিল’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। কিন্তু বক্স অফিসে সফল হয়নি। এরপর আর কোনও ছবিতে অভিনয় করেননি রাজ কপূরের এই দৌহিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫১
Share: Save:
০১ ১৫
সাতপাকে বাঁধা পড়লেন রাজ কপূরের নাতি আরমান জৈন। বিয়ে করলেন বান্ধবী অনীশা মলহোত্রকে। পেশায় অনীশা একজন মডেল এবং ফ্যাশন ব্লগার। বলিউডি তারকাদের ভিড়ে তাঁদের বিয়ের পার্টি যেন চাঁদের হাট।

সাতপাকে বাঁধা পড়লেন রাজ কপূরের নাতি আরমান জৈন। বিয়ে করলেন বান্ধবী অনীশা মলহোত্রকে। পেশায় অনীশা একজন মডেল এবং ফ্যাশন ব্লগার। বলিউডি তারকাদের ভিড়ে তাঁদের বিয়ের পার্টি যেন চাঁদের হাট।

০২ ১৫
আরমানের মা রীমা, রাজ কপূরের মেয়ে। মামাবাড়ির ধারা অনুসরণ করে আরমানও এসেছিলেন অভিনয়ে। তাঁর একমাত্র ছবি ‘লে কর হম দিওয়ানা দিল’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। কিন্তু বক্স অফিসে সফল হয়নি। এরপর আর কোনও ছবিতে অভিনয় করেননি রাজ কপূরের এই দৌহিত্র।

আরমানের মা রীমা, রাজ কপূরের মেয়ে। মামাবাড়ির ধারা অনুসরণ করে আরমানও এসেছিলেন অভিনয়ে। তাঁর একমাত্র ছবি ‘লে কর হম দিওয়ানা দিল’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। কিন্তু বক্স অফিসে সফল হয়নি। এরপর আর কোনও ছবিতে অভিনয় করেননি রাজ কপূরের এই দৌহিত্র।

০৩ ১৫
স্বভাবতই আরমানের বিয়েতে উজ্জ্বল উপস্থিতি ছিল তাঁর মামাবাড়ি, কপূর পরিবারের। এসেছিলেন করিশ্মা ও করিনা কপূর এবং তাঁদের বাবা রণধীর কপূর।

স্বভাবতই আরমানের বিয়েতে উজ্জ্বল উপস্থিতি ছিল তাঁর মামাবাড়ি, কপূর পরিবারের। এসেছিলেন করিশ্মা ও করিনা কপূর এবং তাঁদের বাবা রণধীর কপূর।

০৪ ১৫
রণধীর কপূরকে দেখা যায় তাঁর মা নীতু কপূর এবং বিশেষ বান্ধবী আলিয়া ভট্টের সঙ্গে।

রণধীর কপূরকে দেখা যায় তাঁর মা নীতু কপূর এবং বিশেষ বান্ধবী আলিয়া ভট্টের সঙ্গে।

০৫ ১৫
স্ত্রী সুনীতা এবং মেয়ে সোনমকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করেন অনিল কপূর। সপরিবারে উপস্থিত ছিলেন সঞ্জয় কপূরও।

স্ত্রী সুনীতা এবং মেয়ে সোনমকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করেন অনিল কপূর। সপরিবারে উপস্থিত ছিলেন সঞ্জয় কপূরও।

০৬ ১৫
কালো শেরওয়ানিতে শাহরুখ এবং রূপোলি পোশাকে তাঁর স্ত্রী গৌরী ছিলেন পার্টির মধ্যমণি।

কালো শেরওয়ানিতে শাহরুখ এবং রূপোলি পোশাকে তাঁর স্ত্রী গৌরী ছিলেন পার্টির মধ্যমণি।

০৭ ১৫
চিরসুবজ রেখা ক্যামেরার সামনে ধরা দেন ভারী কাঞ্জিভরম এবং কুন্দনের গয়নার চেনা সাজেই।

চিরসুবজ রেখা ক্যামেরার সামনে ধরা দেন ভারী কাঞ্জিভরম এবং কুন্দনের গয়নার চেনা সাজেই।

০৮ ১৫
রবিনা টন্ডন এবং তাঁর স্বামী অনিল থাডানি এ দিনের পার্টির জন্য বেছে নেন কালো রঙের পোশাক।

রবিনা টন্ডন এবং তাঁর স্বামী অনিল থাডানি এ দিনের পার্টির জন্য বেছে নেন কালো রঙের পোশাক।

০৯ ১৫
ফ্লোরাল গাউনে সবার নজর কেড়ে নেন সোহা আলি খান। স্ত্রীর পোশাকের সঙ্গে রং মেলানো শেডে সেজেছিলেন সোহার স্বামী কুণাল খেমুও।

ফ্লোরাল গাউনে সবার নজর কেড়ে নেন সোহা আলি খান। স্ত্রীর পোশাকের সঙ্গে রং মেলানো শেডে সেজেছিলেন সোহার স্বামী কুণাল খেমুও।

১০ ১৫
কিয়ারা আডবাণী বেছে নিয়েছিলেন রুপোলি জরির কাজ করা মেরুন লেহঙ্গা।

কিয়ারা আডবাণী বেছে নিয়েছিলেন রুপোলি জরির কাজ করা মেরুন লেহঙ্গা।

১১ ১৫
ফিকে সবুজ রঙের শাড়িতে স্নিগ্ধ রূপে সবার মাঝে অন্যরকম সাজে ধরা দেন রানি মুখোপাধ্যায়।

ফিকে সবুজ রঙের শাড়িতে স্নিগ্ধ রূপে সবার মাঝে অন্যরকম সাজে ধরা দেন রানি মুখোপাধ্যায়।

১২ ১৫
মালাইকা অরোরা বরাবরের মতো এখানেও স্টাইলিশ। বয়ফ্রেন্ড অর্জুন কপূরের হাত ধরে লেন্সবন্দি হন আলোকচিত্রীদের।

মালাইকা অরোরা বরাবরের মতো এখানেও স্টাইলিশ। বয়ফ্রেন্ড অর্জুন কপূরের হাত ধরে লেন্সবন্দি হন আলোকচিত্রীদের।

১৩ ১৫
পার্টিতে চাঙ্কি পাণ্ডেকে দেখা যায় মেয়ে অনন্যার সঙ্গে।

পার্টিতে চাঙ্কি পাণ্ডেকে দেখা যায় মেয়ে অনন্যার সঙ্গে।

১৪ ১৫
অভিষেক, ঐশ্বর্যা এবং নাতনি আরাধ্যার সঙ্গে অমিতাভ বচ্চন গিয়েছিলেন আরমান-অনীশার বিয়ের পার্টিতে।

অভিষেক, ঐশ্বর্যা এবং নাতনি আরাধ্যার সঙ্গে অমিতাভ বচ্চন গিয়েছিলেন আরমান-অনীশার বিয়ের পার্টিতে।

১৫ ১৫
আরমান-অনীশার বিয়ের রিসেপশনের আমন্ত্রিতদের মধ্যে ছিলেন অন্য জগতের বিশিষ্টরাও। স্ত্রী নীতা, ছেলে অনন্ত এবং অনন্তর বান্ধবী রাধিকার সঙ্গে উপস্থিত ছিলেন মুকেশ অম্বানী। (ছবি: ফেসবুক)

আরমান-অনীশার বিয়ের রিসেপশনের আমন্ত্রিতদের মধ্যে ছিলেন অন্য জগতের বিশিষ্টরাও। স্ত্রী নীতা, ছেলে অনন্ত এবং অনন্তর বান্ধবী রাধিকার সঙ্গে উপস্থিত ছিলেন মুকেশ অম্বানী। (ছবি: ফেসবুক)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy