Advertisement
E-Paper

রবিবারও পড়াশোনায় মগ্ন ইউভান! রুক্মিণীর হাত থেকে চিপস কেড়ে খেল যশ-পুত্র ঈশান

বলিউডে তারকা সন্তানদের সমাজমাধ্যম থেকে সরিয়ে নিচ্ছেন তাদের মা-বাবারা। টলিউডে রবিবাসরীয় আসর মাত রাজ আর যশের দুই ছেলের কেরামতিতে।

ইউভান চক্রবর্তী, ঈশান দাশগুপ্তের কেরামতি।

ইউভান চক্রবর্তী, ঈশান দাশগুপ্তের কেরামতি। ছবি: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৬:৪৩
Share
Save

তখন সমাজমাধ্যমে সইফ আলি খান-করিনা কপূর খানের বড় ছেলে তৈমুরের রমরমা। জন্মের পর থেকে তার দাপটে ইনস্টাগ্রামে পাত্তা পায়নি বাকি তারকা সন্তানরা। ব্যতিক্রম ইউভান চক্রবর্তী। রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বড় ছেলে একই ভাবে সমাজমাধ্যমে ‘ট্রেন্ডিং’! জনপ্রিয়তার কারণে এমনও হয়েছে, প্রযুক্তির সাহায্যে ইউভানকে বসিয়ে দেওয়া হয়েছে করিনার কোলে! শুভশ্রীর কোলে তৈমুর। ইউভান এখন এক বোনের দাদা। তার পরেও তার ভিডিয়ো বা ছবি দেখার জন্য উদগ্রীব নেটাগরিকদের একাংশ।

সইফের উপর হামলার পর বলিউডের সেই ছবি অতি সম্প্রতি বদলেছে। করিনার কড়া নির্দেশ, তাঁদের দুই সন্তান তৈমুর আর জেহ্‌-র ছবি ছবিশিকারিরা আর নিতে পারবেন না। আলিয়া ভট্ট শনিবার সমাজমাধ্যম থেকে রাহা কপূরের সমস্ত ছবি মুছে দিয়েছেন। টলিউড কিন্তু একই আছে। দিন দুই আগে সমাজমাধ্যমে ফাঁস অভিনেত্রী রুক্মিণী মৈত্র আর যশ দাশগুপ্ত-নুসরত জাহানের ছোট ছেলে ঈশান দাশগুপ্তের খুনসুটি। বড় পর্দার ‘বিনোদিনী’র হাত থেকে চিপস কেড়ে খেতে দেখা গিয়েছে তাকে!

এটাও ঠিক, যশ-নুসরত তাঁদের ছোট ছেলে ঈশানকে খুব বেশি সমাজমাধ্যমে আনেন না। শৈশব নষ্ট হওয়ার ভয়ে। তবে এ দিনের ভিডিয়ো বলছে, তারকা সন্তানের মধ্যে শিশুবেলা পুরোদমে বর্তমান। বাকি শিশুদের মতো সেও চিপস খেতে ভালবাসে। একাধিক প্যাকেট পেলে দারুণ খুশি। আর কেউ তার ভাগ চাইলে টপ করে নিজের মুখে পুরে বুঝিয়ে দেয়, ‘এ স্বাদের ভাগ হবে না!’

পরে অবশ্য চক্ষুলজ্জার খাতিরে একটি টুকরো রুক্মিণীকে দিয়েছে একরত্তি। যা দেখে স্বস্তি নুসরতের। অভিনেত্রী ছেলের অবুঝ কাণ্ড দেখে রীতিমতো লজ্জা পেয়েছিলেন। অন্য দিকে, ঈশান তাঁকে নিজে হাতে খাইয়ে দেওয়ায় খুব খুশি রুক্মিণী।

এর পরেই রবিবার ইউভানের কীর্তি প্রকাশ্যে। ছুটির দিন, বাচ্চারা সাধারণত দেরি করে ওঠে, খেলায় মাতে। ইউভান যেন গম্ভীর বড়দা! বাড়ির কালো মেঝেকে ক্যানভাস বানিয়ে নিয়েছে। সাদা চকে তার বুকে ফুটিয়ে তুলেছে রকমারি আঁকিবুঁকি। সেখানে ইংরেজি অক্ষর, সংখ্যা তো রয়েছেই। আছে ফুল, পাখি, সূর্যও! সন্তানদের বরাবর মাটির কাছাকাছি রাখতে ভালবাসেন রাজ-শুভশ্রী। পরিচালক বাবার তোলা ভিডিয়োতে আবারও সেটাই প্রমাণিত। এর আগে যেমন ধুলো-মাটি নিয়ে খেলতে দেখা গিয়েছে ‘রাজপুত্র’কে।

Star Kid Yuvaan Chakraborty Ishan Dasgupta

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}