Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Purab Seal Acharya

Srikanta-Monomoy: জুটিতে গান বাঁধলেন মনোময় ও শ্রীকান্তের ছেলে, শোনালেন বন্ধুতার গল্প

৫ অক্টোবর ইউ টিউবে প্রকাশিত হয়েছে গান। কথা আকাশ ভট্টাচার্যের। সুর দিয়েছেন পূরব শীল আচার্য। গেয়েছেন দু’জনে মিলেই। মনোময় ও শ্রীকান্তের পুত্রদের যুগলবন্দি ইতিমধ্যেই শ্রোতাদের পছন্দের তালিকায়।

মনোময় ও শ্রীকান্তের পুত্রদের যুগলবন্দি ইতিমধ্যেই শ্রোতাদের পছন্দের তালিকায়।

মনোময় ও শ্রীকান্তের পুত্রদের যুগলবন্দি ইতিমধ্যেই শ্রোতাদের পছন্দের তালিকায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১১:২৮
Share: Save:

বাবাদের গানে বরাবরই মোহিত বাঙালি শ্রোতা। এ বার জুটি বাঁধলেন পরের প্রজন্ম। শ্রীকান্ত আচার্যের ছেলে পূরব শীল আচার্য এবং মনোময় ভট্টাচার্যের ছেলে আকাশ ভট্টাচার্য। পুজোর মুখে মুক্তি পেয়েছে তাঁদের নতুন গান ‘যদি বৃষ্টি নামে’।

গত ৫ অক্টোবর ইউ টিউবে প্রকাশিত হয়েছে গান। কথা আকাশের। সুর দিয়েছেন পূরব। গেয়েছেন দু’জনে মিলেই। মনোময় ও শ্রীকান্তের পুত্রদের যুগলবন্দি ইতিমধ্যেই শ্রোতাদের পছন্দের তালিকায়। অন্তত ভিডিয়োর দর্শক সংখ্যা এবং মন্তব্য বাক্স তেমনই ইঙ্গিত দিচ্ছে। দুই তরুণ শিল্পীর জুটি প্রশংসা আদায় করেছে গায়ক অনুপম রায়েরও।

পুজোর মুখে মুক্তি পেয়েছে নতুন গান ‘যদি বৃষ্টি নামে’।

পুজোর মুখে মুক্তি পেয়েছে নতুন গান ‘যদি বৃষ্টি নামে’।

কলেজের প্রথম দিন থেকেই দু’জনে একসঙ্গে। গানের সুর-তাল-ছন্দে সেই নিখাদ বন্ধুতার গল্প। ইউ টিউব ভিডিয়োর বিবরণে আকাশ ও পূরব বলেছেন- কী ভাবে কলেজের খোলা মাঠ, আড্ডার ঠেক, পার্ক স্ট্রিটের খাবারের দোকানে ধরা রয়েছে তাঁদের জুটিতে পথচলার কোলাজ। কেমন করে সেই বন্ধুতার রোদে ঝলমল করে উঠেছে সকাল থেকে রাত। আর বলেছেন, কী ভাবে সেই আলোর পথে কালো হয়ে উঠেছে করোনার মেঘ। যার দাপটে নিত্যদিনের অভ্যাস হয়ে ওঠা বন্ধুত্ব এখন ঘরবন্দি। একে অন্যের অভাব বোধ করা এখন রোজকার গল্প। আকাশ-পূরবের গান জুড়ে তাই ফেলে আসা দিনের গন্ধ। সাদা কালোয় ধরা বন্ধুত্ব-যাপনের সুখস্মৃতি।

গানের জগতে সহকর্মী মনোময় এবং শ্রীকান্ত। বন্ধুও। সেই গান-বন্ধুত্বের পথ এ বার আরও খানিকটা প্রশস্ত হল ছেলেদের হাত ধরে। আসলে বন্ধুত্বের একটা আলাদা সুবাস আছে। শক্ত করে হাত ধরার, একে অন্যের সঙ্গে মনের সবটুকু ভাগ করে নেওয়ার সেই সুবাসই ম ম করে জীবনভরের ভাল থাকায়। আকাশ-পূরবের গানের সবটুকু জুড়ে সেই অনুভূতি ভরপুর।

অন্য বিষয়গুলি:

Purab Seal Acharya srikanto acharya Bengali Music Manomay Bhattacharya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy