Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Sreemoyee Chattoraj

Parambrata-Sreemoyee:  আপনার মতো ব্যক্তিত্ব কম দেখেছি: পরমব্রত-র জন্মদিনে শুভেচ্ছা শ্রীময়ীর

নেটমাধ্যমেই ‘ট্যাংরা ব্লুজ’-এর ‘সঞ্জীব’-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী

পরমব্রত-র জন্মদিনে শুভেচ্ছা শ্রীময়ীর

পরমব্রত-র জন্মদিনে শুভেচ্ছা শ্রীময়ীর

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১৬:৪৭
Share: Save:

উপলক্ষ পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন। সেই সূত্রে এক সপ্তাহ পরে ইনস্টাগ্রামে পোস্ট দিলেন শ্রীময়ী চট্টরাজ। পরমব্রত-কে মুখোমুখি শুভেচ্ছা জানানোর সুযোগ পাননি তিনি। আনন্দবাজার অনলাইনকে পরমব্রত জানিয়েছেন, বিশেষ দিনে তিনি শহরের বাইরে। তাই নেটমাধ্যমেই ‘ট্যাংরা ব্লুজ’-এর ‘সঞ্জীব’-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী।

পোস্টে কী লিখেছেন শ্রীময়ী? পরমের সঙ্গে তোলা দু’টি ছবি তিনি ভাগ করে নিয়েছেন। আন্তরিক ভাবে জানিয়েছেন, ‘আমার জীবনে আপনার মতো ব্যক্তিত্ব খুব কম দেখেছি।' অভিনেতার জন্মদিনে তাই শ্রীময়ীর প্রার্থনা, সারা জীবন যেন ঈশ্বরের আশীর্বাদ পরমব্রতকে ঘিরে থাকে। তিনি অভিনেতার সার্বিক উন্নতিও কামনা করেন। আরও বলেন, পরমব্রতকে দেখে সাধারণ মানুষ আশ্বস্ত হবেন, এখনও প্রকৃত গুণীই সমাজের কাছে আদরণীয়। আগামী দিনে সবার কাছে অভিনেতা যেন আরও ভালবাসা, সম্মান, স্বীকৃতি পান— কামনা করেন অভিনেত্রী।

অভিনয়ের দিক থেকে পরমব্রতকে শেষ দেখা গিয়েছে এসভিএফ এবং রোড শো মুভিজ-এর যৌথ প্রযোজনায় তৈরি ‘ট্যাংরা ব্লুজ’ ছবিতে। পাশাপাশি তাঁর পরিচালনায় ক্যামেরাবন্দি হয়েছে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীমূলক ছবি ‘অভিযান’। এই ছবিতেই সম্ভবত শেষ অভিনয় করেন কিংবদন্তি অভিনেতা। সপ্তাশ্ব বসুর আগামী ছবি ‘জতুগৃহ’-তে তিনি নতুন রূপে ধরা দেবেন দর্শকদের চোখে। আনন্দবাজার অনলাইনকে পরিচালক জানিয়েছেন, ‘‘এই প্রথম পরমব্রত নিজের বয়সের থেকে অনেকটা এগিয়ে কোনও চরিত্রে অভিনয় করতে চলেছেন। আমার আগামী ছবিতে তিনি নিষাদগঞ্জের এক চার্চের ৬০ বছরের যাজক।’’ চলতি মাস অভিনেতার কাছে আরও দুটো কারণে উদ্‌যাপনের মাস। সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় ছবি ‘হেমলক সোসাইটি’ ন'বছরে পা রেখেছে জুন মাসেই। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পরমব্রত-কোয়েল মল্লিক। এ ছাড়া, অনুষ্কা শর্মা প্রযোজিত হিন্দি ছবি ‘বুলবুল’-ও এক বছর পূর্ণ করল। এই ছবিতেও অভিনয় করেছেন পরমব্রত।

ছবির কাজের পাশাপাশি অভিনেতাকে পাওয়া গিয়েছে সমাজসেবামূলক কাজেও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তন্ময় ঘোষের সংগঠন ‘বাংলা সংস্কৃতি মঞ্চ’-এর সঙ্গে হাত মিলিয়ে এক ঝাঁক তারকার উপস্থিতিতে তৈরি ‘সিটিজেন্স রেসপন্স’-এর দায়িত্ব সামলাচ্ছেন পরমব্রত। কন্দর্পপুর ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে সংগঠন যৌথ ভাবে খুলেছেন অস্থায়ী অতিমারি ত্রাণ শিবির। যেখানে হাসপাতালে শয্যা না পাওয়া পর্যন্ত রোগীদের ওষুধ, অক্সিজেন, খাবার দেওয়া হচ্ছে। এ ছাড়াও, এর শাখা পৌঁছে গিয়েছে দমদম পার্ক, ব্রহ্মপুরে। একই ভাবে ইয়াস ঝড়ে বিপর্যস্ত সুন্দরবনবাসীদের কাছেও ত্রাণ নিয়ে অনুপম রায়, ঋতব্রত মুখোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, তন্ময় ঘোষের সঙ্গ দিয়েছেন অভিনেতা।

অন্য বিষয়গুলি:

Celebrity Birthday parambrata chatterjee Sreemoyee Chattoraj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy