Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Toofan release update

বাংলাদেশে চলছে ‘তুফান’ ঝড়, ভারতে মুক্তি কি চলতি মাসেই? জল্পনা টলিপাড়ায়

বাংলাদেশে মুক্তির পর চর্চায় রয়েছে ‘তুফান’। শাকিব-মিমি অভিনীত ছবিটি এ পার বাংলায় চলতি মাসেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Image of actor Shakib Khan and Mimi Chakraborty

‘তুফান’ ছবির একটি দৃশ্যে শাকিব খান ও মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২৪ ১৯:১২
Share: Save:

সম্প্রতি ইদের দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘তুফান’। গত তিন দিনে ও পার বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে ছবিটি। একাধিক শো হাউসফুল। এমনকি ছবি দেখার জন্য ঢাকার বেশ কিছু প্রেক্ষাগৃহে বিক্ষোভও দেখিয়েছেন দর্শক। ছবি ঘিরে উন্মাদনার মাঝেই খবর, নির্মাতারা ছবিটি দ্রুত এ পার বাংলায় রিলিজ় করতে চাইছেন।

শুরু থেকেই রায়হান রাফি পরিচালিত ছবিটি নিয়ে দর্শকের কৌতূহল ছিল। কারণ, এই প্রথম শাকিব-মিমি জুটি বড় পর্দায়। পাশাপাশি ছবির গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। ছবিমুক্তির পর গত তিন দিনে ঢালিউডের বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে ‘তুফান’। ফলে এ পার বাংলায় দর্শকও সমাজমাধ্যমে দ্রুত ছবিটি দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন। শোনা যাচ্ছে, এই সুযোগ হারাতে নারাজ দুই প্রযোজনা সংস্থা। তারা দ্রুত এ পার বাংলাতেও ‘তুফান’ রিলিজ় করতে উদ্যোগী হয়েছেন। সূত্রের দাবি, ছবিটি আগামী ২৮ জুন ভারতে মুক্তি পেতে পারে। তবে এ প্রসঙ্গে এখনও প্রযোজনা সংস্থার তরফে কোনও ঘোষণা করা হয়নি।

অতীতে বাংলাদেশের বেশ কিছু বড় বাজেটের ছবি এ পার বাংলায় মুক্তি পেয়েছিল। তালিকায় রয়েছে ‘হাওয়া’ ও ‘সুড়ঙ্গ’। ছবিগুলি দর্শকের মনে দাগ কাটলেও বক্স অফিসে সেই ভাবে কামড় বসাতে পারেনি। এখন ‘তুফান’ যদি এ পার বাংলায় দর্শক টানতে সক্ষম হয়, তবে আগামী দিনে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ক্ষেত্রটি আরও সুগম হবেই বলে মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ। শোনা যাচ্ছে নির্মাতারা খুব শীঘ্র এই বিষয়ে ঘোষণা করবেন।

অন্য বিষয়গুলি:

Shakib Khan Mimi Chakraborty Joint Venture Toofan Tollywood News Film Release
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy