সোনু সুদ।
কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে কৃষক আন্দোলনের মাঝেই মুখ খুললেন বলিউড অভিনেতা সোনু সুদ। জানিয়ে দিলেন, কৃষকদের সঙ্গেই আছেন তিনি।
গত শনিবার টুইটারে সোনু লিখেছিলেন, ‘কৃষকদের গুরুত্ব আমাদের জীবনে মা বাবার থেকে কিছু কম নয়’। যদিও এই প্রথম নয়। এর আগেও কৃষকদের সমর্থনে সরব হয়েছেন সোনু। গত বৃহস্পতিবার কৃষকদের গুরুত্ব মানুষকে আরও একবার মনে করাতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। টুইট করে লিখেছিলেন, ‘কৃষকরাই ভারতবর্ষ’।
দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া মানুষকে ঘরে ফেরানো থেকে কাজ হারানো মানুষকে চাকরি দেওয়া, দেশব্যাপী লকডাউন চলাকালীন সাধারণ মানুষের ‘মসিহা’ হয়ে ওঠেন সোনু। একই ভাবে কৃষক আন্দোলন নিয়ে তাঁর অবস্থান জানার পর নেটাগরিকদের একাংশ তাঁকে সাধুবাদ জানিয়েছেন। তবে অনেকেই তাঁর সঙ্গে একমত না হতে পেরে অভিনেতার উপর ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
किसान का दर्ज़ा माँ बाप से कम नहीं है।
— sonu sood (@SonuSood) December 5, 2020
সোনুর পাশাপাশি প্রিয়ঙ্কা চোপড়া, দিলজিত দোসঞ্জ-সহ পঞ্জাবের বহু তারকাও কৃষকদের সমর্থন জানিয়েছেন।
किसान है हिंदुस्तान।
— sonu sood (@SonuSood) December 3, 2020
আরও পড়ুন: রাশিয়ান স্ত্রী ধর্মান্তরিত হয়ে হিন্দু, জানালেন রাহুল নিজেই
আরও পড়ুন: ‘এ কে বনাম এ কে’, অনিল-কন্যা সোনমকে অপহরণের হুমকি অনুরাগের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy