Some unknown facts about Arya Banerjee, daughter of late sitarist Nikhil Banerjee dgtl
Arya Banerjee
দু’দুবার মারধর করার অভিযোগ দায়ের হয়েছিল অভিনেত্রী আর্যার বিরুদ্ধে
তাঁর আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে তাঁর যোধপুর পার্কের ফ্ল্যাটে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ অস্পষ্ট।
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১৩:০৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যু হল মডেল-অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়ের। বিখ্যাত সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ কন্যা আর্যা।
০২১৫
তাঁর আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে ফিল্ম জগতে দেবদত্তা নামে পরিচিতি চাননি। যে কারণে নিজের নাম পরিবর্তন করেন। পরে এই নামেই বেশি পরিচিত তিনি। যোধপুর পার্কের ফ্ল্যাটে একাই থাকতেন অভিনেত্রী।
০৩১৫
রহস্য ঘনীভূত হচ্ছে আর্যার মৃত্যু ঘিরে। শুক্রবার সকালে তাঁর যোধপুর পার্কের ফ্ল্যাটে এসে পরিচারিকা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কালেও কেউ সাড়া দেন না। প্রতিবেশীদের ডেকে পুলিশে খবর দেওয়া হয়। আর্যার শোয়ার ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ অস্পষ্ট।
০৪১৫
লেক থানার এক পুলিশ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দেহে কোনও আঘাত চিহ্ন মেলেনি। কিন্তু ঘরের মেঝেতে রক্তের দাগ পাওয়া গিয়েছে। ঘর ভর্তি টিস্যু পেপারে রক্তের দাগ। বমি লেগেছিল আর্যার মুখে ও নাকে। আর্যা নেশাগ্রস্ত ছিলেন কি না, তদন্ত করে দেখছে পুলিশ। বছর আগে হেপাটাইটিস বি হয়েছিল। মেঝেতে মদের বোতল ও মধুর শিশি পাওয়া যায়।
০৫১৫
মুম্বইয়ে গিয়ে অভিনেতা অনুপম খেরের অ্যাক্টিং স্কুলে ভর্তি হন আর্যা। ২০১০ সালে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘লাভ সেক্স অউর ধোকা’ দিয়ে বলিউডে হাতেখড়ি। ছোট ছোট ৩টি ছবি নিয়ে ‘এলএসডি’ ছবিটি বানিয়েছিলেন দিবাকর। ৩ নম্বর ছবিতে নৃত্যশিল্পী ‘নয়না’ চরিত্রে অভিনয় করেছিলেন আর্যা।
০৬১৫
২০১১ সালের জনপ্রিয় ছবি ‘ডার্টি পিকচার’-এ একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া ২০১৩ সালে মুম্বইয়ের বিখ্যাত এক ফ্যাশনে ডিজাইনারের পোশাক পরে মডেলিংয়ের সুযোগ পেয়েছিলেন আর্যা। এর পর ২০১৪ সালে ‘সাবধান ইন্ডিয়া’-র একটি এপিসোডে কাজ করেন।
০৭১৫
‘ডার্টি পিকচার’ ছবিতে কিংবদন্তি অভিনেতা নাসিরউদ্দিন শাহর সঙ্গে রোম্যান্স করার দৃশ্য ছিল তাঁর। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চরিত্রটা তাঁর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। আরেকটি মজার বিষয়ও জানিয়েছিলেন আর্যা, শটের পরে খুবই লজ্জার সঙ্গে শাহর প্রশংসা করার উদ্দেশ্যে ও তাঁকে সম্মান জানানোর জন্য তিনি বলেছিলেন, ‘খুবই ভাল লাগল’। এটা শুনে হাসিতে ফেটে পড়েছিলেন নাসিরউদ্দিন।
০৮১৫
একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি অন্যান্য বাঙালি মডেল, বিপাশা বসু, কোয়েনা মিত্র বা সেলিনা জেটলির মতো হতে চান কিনা। তিনি প্রশ্নটিকে সুন্দর করে এড়িয়ে গিয়ে জানিয়েছিলেন, তিনি গীতা দত্ত, দেবীকা রানি ও কানন দেবীর মতো পারফর্মার হতে চান।
০৯১৫
শোনা যায়, নিজের বৌদি রমাকে বিয়ে করেন সেতার বাদক নিখিল বন্দ্যোপাধ্যায়। তাঁদের দুই কন্যা হয়। ঠাকুর পরিবারে বিয়ে হয় ব়ড় মেয়ের। বিদেশে থাকেন। ছোট মেয়ে দেবদত্তা। ১৯৮৬ সালের ২৭ জানুয়ারি দেবদত্তার জন্মদিনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান নিখিল।
১০১৫
আর্যা নিজেও শাস্ত্রীয়সঙ্গীত শিখেছেন। স্নাতকোত্তর পাশ করেছিলেন শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে। তবে, বাবার কাছে তালিম নেওয়ার সুযোগ হয়নি। পরে তিনি শাস্ত্রীয়সঙ্গীত চর্চাও করেননি সে ভাবে।
১১১৫
২০১৫ সালে আর্যা একটি মামলায় জড়িয়ে গিয়েছিলেন। ভারসোভার ফ্ল্যাটের ভা়ড়া দিচ্ছিলেন না ঠিক মতো। সেই নিয়ে ঝামেলা হয় বাড়িওয়ালির সঙ্গে। সেই রাতেই পুলিশ এসে পৌঁছায় সেখানে। আর্যা মদ্যপ অবস্থায় মুম্বইয়ের ভারসোভা থানার মহিলা অফিসারদের মারধর করেছিলেন বলে অভিযোগ। তবে মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করেনি। সেই রাতেই স্থানীয় এক হাসপাতালে তাঁর ডাক্তারি পরীক্ষা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।
১২১৫
যোধপুর পার্কে থাকাকালীনও বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। সেই ফ্ল্যাটেই ৮০ বছরের এক বৃদ্ধা একা থাকতেন। শোনা যায়, তাঁকেও মারধর করেছিলেন আর্যা। সে দিনই বৃদ্ধাকে নিয়ে তাঁর মেয়ে হাসপাতালে গিয়ে ডাক্তারি পরীক্ষা করান এবং লেক থানায় অভিযোগ জানান। পুলিশ একটি মামলা রুজু করে। কিন্তু তাঁকে গ্রেফতার করেনি পুলিশ।
১৩১৫
আর্যার মৃত্যুর পর তাঁর পরিচারিকা চন্দনা ও প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, তিনি খুব একটা বেশি বাইরে বেরতেন না। প্রতিবেশীদের সঙ্গে তেমন মিশতেন না। পরিচারিকার সঙ্গেও প্রয়োজন ছাড়া বাক্যালাপ হত না।
১৪১৫
মায়ের মৃত্যুর পর থেকে একাই থাকতেন আর্যা। কোভিড অতিমারির সময় থেকে যোধপুর পার্কের ফ্ল্যাটে ছিলেন। তাঁর একটি পোষা কুকুর রয়েছে। কেবল তাঁর সঙ্গেই সময় কাটাতেন আর্যা। বেশ কিছু দিন ধরে অনলাইনে খাবার অর্ডার করতেন তিনি।
১৫১৫
পুলিশ জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে তিনি বাইরে থেকে কোনও খাবার অর্ডার করেছিলেন কি না বা তিনি কাকে কাকে ফোন করেছিলেন, সব তথ্য জোগাড় করা হবে। গোটা শহর এখন সেই সব উত্তরের জন্যই অপেক্ষা করছে।