Advertisement
E-Paper

স্বস্তিকার সঙ্গে প্রেমের অভিজ্ঞতা আলাদা, তাই বুঝি মানুষ বারবার প্রেম করে: আড্ডায় শোভন

‘‘সব বান্ধবীদের বলছি, ভাল থাকো। প্রেমে থাকো।’’

শোভন গঙ্গোপাধ্যায়

শোভন গঙ্গোপাধ্যায়

সুচন্দ্রা ঘটক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২০
Share
Save

এই প্রেম দিবসটা তাঁর কাছে অন্য রকম। নতুন প্রেমিকা, নতুন গান। আনন্দবাজার ডিজিটালের সঙ্গে একান্ত আলাপচারিতায় গায়ক শোভন গঙ্গোপাধ্যায় জানালেন, এমনি করেই গানে আর প্রেমে দিন কাটাতে চান তিনি।

প্রশ্ন: নতুন প্রেমের প্রভাব পড়ল কি প্রেম দিবসের গানে?

শোভন: সে আর বলতে! গোটা গানটা তো সেই প্রভাবেই তৈরি হল। আরও ভাল করে বলতে গেলে, ও এল বলেই হল। না হলে গানটাই হতো না।

প্রশ্ন: তবে তো প্রেমিকার একটা নয়, দু’টো উপহার প্রাপ্য এই ভ্যালেন্টাইন্স ডে-তে? কী দেবেন তাঁকে?

উত্তর: ওমা, এই তো উপহার দিলাম। এই গানটাই ওর উপহার। ওর জন্যই বানানো। এর চেয়ে কি ভাল উপহার হয় নাকি! আমার তো জানা নেই।

প্রশ্ন: আর ও কি উপহার দেবে জানতে পেরেছেন?

উত্তর: না না, আমাদের মধ্যে ও রকম ভেবে-চিন্তে উপহার দেওয়ার চল নেই। আমরা ও সবের বিশেষ ধারধারি না। যখন যা মনে হয়, তা-ই দিয়ে দিই। ওর ক্ষেত্রেও তেমনটাই হয়।

প্রশ্ন: এ বার তা হলে জিজ্ঞেস করি, এই ‘ও’ মানুষটির সঙ্গে কত দিনের সম্পর্ক আপনার? তিনি আমাদের প্রিয় অভিনেত্রীই?

উত্তর: (সলজ্জ হাসি) হ্যাঁ। ও মানে স্বস্তিকার (দত্ত) কথাই বলছি। এখনও নতুন তো, একটু লজ্জা করে। তবে বেশি না। আমাদের মধ্যে আসলে ওই প্রেম প্রেম ব্যাপারটা বিশেষ নেই তো।

প্রশ্ন: তবে কী রকম ব্যাপার আছে?

উত্তর: আমরা বন্ধু। কেউ কাউকে প্রেম নিবেদন করিনি। একে-অপরের সঙ্গে সময় কাটাতে ভাল লাগে, তাই কাটাই। ভ্যালেন্টাইন্স ডে নিয়েও অত কিছু ভাবি না। একসঙ্গে কিছু করব। তবে অত সাজানো কিছু করি না আমরা।

প্রশ্ন: স্বস্তিকাই কি প্রথম প্রেম?

উত্তর: না, ঠিক তা নয়। প্রেম তো হতেই থাকে। তবে এ বারেরটা আলাদা।

প্রশ্ন: কী ভাবে আলাদা?

উত্তর: ওকে আসলে আলাদা করে কিছু বলতে হয় না। ও সবটা বুঝে যায়। এ রকম অভিজ্ঞতা এর আগে কারও সঙ্গে হয়নি। এ বারেরটা স্বতঃস্ফূর্ত প্রেম । এই জন্যই বোধ হয় মানুষ বারবার প্রেম করে। তাই এই গানটাও ‘স্পেশ্যাল’।

শোভন গঙ্গোপাধ্যায়

শোভন গঙ্গোপাধ্যায়

প্রশ্ন: এর আগে কখনও প্রেম দিবসে গান মুক্তি পেয়েছে আপনার? নাকি স্বস্তিকার প্রভাবেই এমনটা ঘটল?

উত্তর: চার বছর আগে প্রেম দিবসে একটা গান বেরিয়েছিল।

প্রশ্ন: তখন কি অন্য কোনও বান্ধবী ছিলেন?

উত্তর: হ্যাঁ।

প্রশ্ন: কে তিনি?

উত্তর: এখন মনে নেই।

প্রশ্ন: সে কী? এত সহজে ভুলে যেতে পারলেন পুরনো প্রেমিকাকে?

উত্তর: (মুচকি হাসি) না না, সে বান্ধবী ছিল। প্রেমিকা নয়। তাই ভুলে গিয়েছি।

প্রশ্ন: প্রাক্তন প্রেমিকাদের জন্য কোনও বার্তা দেবেন এই প্রেম দিবসে?

উত্তর: সব বান্ধবীদের বলছি, ভাল থাকো। প্রেমে থাকো।

প্রশ্ন: আর স্বস্তিকাকে কী বলবেন?

উত্তর: ভাল থাকুক। আর একটু খাওয়াদাওয়া করুর। একদম খায় না!

music

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}