‘খাদান’ ছবির প্রত্যেকটি গান হিট, এমনই দাবি ছবির প্রযোজনা সংস্থার। সৌজন্যে রথীজিৎ ভট্টাচার্য-নীলায়ন চট্টোপাধ্যায়ের সুর। উভয়ে জুটি বেঁধে ছবির গানে সুর দিয়েছেন। বিশেষ করে ‘কিশোরী’ গান এই প্রজন্মের মুখে মুখে ফিরছে। সুরের পাশাপাশি এই গানে কণ্ঠও দিয়েছেন রথীজিৎ। পর্দায় এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন দেব। স্বাভাবিক ভাবেই দেবের অনুরাগীদের আশা, সাংসদ-অভিনেতার আগামী ছবিতে হয়তো এই জুটি আবার ফিরবেন। সোমবার তেমনই আভাস মিলেছে টলিপাড়ায়। দেবের আগামী ছবি ‘রঘু ডাকাত’। এই ছবিতেও জুটি বেঁধে গানের দায়িত্ব নিতে পারেন রথীজিৎ-নীলায়ন।
খবর, ইতিমধ্যেই সুরকারজুটিকে চিত্রনাট্য পড়ে শুনিয়েছেন ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তা হলে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা কি সত্যি হওয়ার পথে? সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল রথীজিতের সঙ্গে। সুরকার-গায়ক বিষয়টি অস্বীকার করেননি। তাঁর কথায়, “এ রকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ‘রঘু ডাকাত’-এর প্রযোজক, পরিচালক। পুরোটাই প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। ফলে এখনই বিশদে কিছু বলতে পারছি না।”
যদি চূড়ান্ত হয় সে ক্ষেত্রে এ বারের গানের সুর কেমন হবে? রমকম বা প্রেমের ছবিতে গানের সুর এক রকম হয়। ‘রঘু ডাকাত’ বাংলার একটি বিশেষ সময়ের প্রতিনিধি। তার গান নিয়ে কী ভাবছেন রথীজিৎ? সেই সময়ের লোকগীতি বা রাগাশ্রয়ী সুরের ব্যবহার করবেন? গায়ক-সুরকারের দাবি, “যে হেতু কোনও কিছুই ঠিক হয়নি তাই এখনই বিষয়টি নিয়ে বলতে পারছি না। তবে পিরিয়ড ফিল্মের গানের সুর অন্যান্য ধারার ছবির থেকে আলাদা হয়। গানের সুর করার সময় অবশ্যই সে কথা মাথায় রাখতে হবে।”
‘খাদান’ ছবি ছাড়াও রথীজিৎ দেবের প্রজাপতি, প্রধান ছবিরও সুরকার। অন্য দিকে, নীলায়ন এর আগে কাজ করেছেন। প্রযোজক-অভিনেতার সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা ‘কিশমিশ’ ছবি থেকে। এ দিন তাঁর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। নীলায়নকে ফোনে পাওয়া যায়নি। এ দিকে, ‘কিশোরী’র সাফল্য বাংলা ছবির গানের দুনিয়ায় নতুন জুটির জন্ম দিয়েছে। এই গানে রথীজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অন্তরা মিত্র। অতি সম্প্রতি অন্তরা আনন্দবাজার ডট কমকে জানিয়েছিলেন, বাংলা গানের দুনিয়ায় এই সাফল্য তাঁকে ছুঁয়ে গিয়েছে। তিনি আরও বেশি করে বাংলা গান গাইতে চান।
আরও পড়ুন:
‘রঘু ডাকাত’-এ গানের দায়িত্ব পেলে তাঁর আর অন্তরার জুটিও কি ফিরবে?
এ বারেও ‘হ্যাঁ’ বা ‘না’— কিছুই বলেননি রথীজিৎ। তাঁর বক্তব্য, “পুরোটাই গান এবং পরিস্থিতির উপর নির্ভর করবে।” তবে অন্তরার গাওয়ার মতো কোনও গান ছবিতে থাকলে অবশ্যই তিনি গায়িকাকে গান গাওয়ার জন্য অনুরোধ জানাবেন। সুরকার-গায়ক আবার অন্তরার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন।