গ্রামের বাড়িতে ফেরার পথে গ্যাংস্টারের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন ২৮ বছরের পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা
প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, ৮টি গুলি লেগেছে সিধু মুসেওয়ালার শরীরে। কিন্তু মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতে দেখা গেল, সারা শরীর মিলিয়ে ২৫টি বুলেট গেঁথে ছিল তরুণ পঞ্জাবি গায়কের। তার মধ্যে খুলিতেও ১টি গুলি মিলেছে। আর বাকিগুলো পাঁজর, ফুসফুস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র-সহ শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ প্রত্যঙ্গ ঝাঁঝরা করে দিয়েছে।
পঞ্জাব পুলিশ ইতিমধ্যেই সন্দেহভাজন ৬ ব্যক্তিকে উত্তরাখণ্ডের দেহরাদূন থেকে আটক করেছে। অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে।
গত ২৯ মে, রবিবার গ্রামের বাড়িতে ফেরার পথে গ্যাংস্টারের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন ২৮ বছরের পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
শনিবারই পঞ্জাবে ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করেছিল সে রাজ্যের আম আদমি পার্টির সরকার। তার মধ্যে ছিলেন কংগ্রেস নেতা তথা গায়ক সিধুও। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। পঞ্জাবের আর এক সঙ্গীত তারকা মিকা সিংহ জানান, নিয়মিত গ্যাংস্টারদের হুমকি পেতেন সিধু। তাঁর মৃত্যুতে সেই সব আততায়ীদের হাত রয়েছে বলেই মন্তব্য মিকার।
সিধুর মৃত্যুতে সরব রাজনৈতিক মহলও। গায়কের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তাঁরা।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy