এক সময়ে বলিউড ফিল্ম জগতের অনেকেই ‘ভিলেন’ হিসাবে তাঁর নাম শুনলেই ভয় পেতেন। অথচ বর্তমানের বলিউড হার্টথ্রব শ্রদ্ধা কপূরের যাবতীয় আবদার সামলান সেই ‘ভিলেন’ই।
শ্রদ্ধা অভিনীত ‘আশিকি ২’, ‘হায়দর’ ও ‘এক ভিলেন’ ছবিগুলি বক্স অফিস মাতিয়েছে। আর সেই পুরনো দিনের বলিউডি ‘ভিলেন’ এই তিনটে ছবিই দিল্লিতে গিয়ে দেখেছিলেন— কিছুটা কুসংস্কারাচ্ছন্ন হয়েই কথাটা বললেন ‘এবিসিডি ২’র নায়িকা শ্রদ্ধা। ওই ভিলেন আর কেউ নন, স্বয়ং অভিনেত্রীর বাবা, শক্তি কপূর। তাই, শুক্রবার মুক্তি পাওয়া ছবি দেখার জন্য মেয়ের আবদারে রাজধানী পৌঁছে আগেই টিকিট কেটে ফেলেন শক্তি।
অন্য দিকে, এই ছবির শুটিঙের সময় বেশ বিপদে পড়েছিলেন নায়ক বরুণ ধাওয়ান। একটি দৃশ্যে তাঁকে হেলিকপ্টার থেকে নামিয়ে দেওয়া হয় গ্র্যান্ড ক্যানিওনে। ওই অঞ্চলের হাড় কাঁপানো ঠান্ডায় তখন বরুণের সঙ্গে কোনও শীতবস্ত্র ছিল না। তাপমাত্রা শূন্যের নীচে, সঙ্গে ফুরফুরে হাওয়া। বেচারা বরুণের অবস্থা তখন খুবই খারাপ। সে সময় তাঁকে একটি বিশেষ কম্বল দেওয়া হয় যা মূলত নাসা-র মহাকাশচারীরা ব্যবহার করেন। কিছু ক্ষণের জন্য হলেও বলিউড নায়ক যেন নাসার লোক হয়ে গিয়েছিলেন!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy