নয়ের দশকের হাতেগোনা যে ক’জন নায়িকাকে হট অ্যান্ড হ্যাপেনিং বলা হত, শিল্পা শিরোদকর ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তবে কেরিয়ারে সাফল্য এলেও কোথায় যেন হারিয়ে গেলেন তিনি। তাঁর ফিল্মে বৃষ্টিভেজা গানের দৃশ্য থাকবে না, এক সময় এটা যেন কল্পনাই করতে পারতেন না শিল্পার ফ্যানেরা। কেন হারিয়ে গেলেন শিল্পা? কেরিয়ারের শুরুতেই পরিচালকের সঙ্গে অশান্তি, নাকি বলিউডে মাটি কামড়ে পড়ে না থাকার অনীহা?
অভিনয় যেন শিল্পা শিরোদকরের রক্তে বইছে। ঠাকুরমা মীনাক্ষী শিরোদকর নিজে ছিলেন তাঁর সময়কার বিখ্যাত মরাঠি অভিনেত্রী। ১৯৩৮-এ মুক্তি পাওয়া মীনাক্ষীর ফিল্ম ‘ব্রহ্মচারী’ সে সময় তুমুল সাড়া ফেলেছিল। তথাকথিত রক্ষণশীল সমাজের চোখরাঙানিকে অগ্রাহ্য করে তিনি সে ফিল্মে সুইম স্যুটে ধরা দিয়েছিলেন বড়পর্দায়। শিল্পার মা-ও চেয়েছিলেন, মীনাক্ষীর মতো অভিনয় করুক তাঁর মেয়ে।