কলকাতায় শাহরুখের ছবি
‘অনরকালি অব আরা’, ‘রাত বাকি হ্যাঁয়’— ইত্যাদি ছবি বানিয়ে বলিউডে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন অবিনাশ দাস। বিহারের দারভাঙায় জন্ম তাঁর। মুম্বইবাসী সেই পরিচালকের সৌজন্যে দুষ্প্রাপ্য ছবির সন্ধান পেলেন শাহরুখ-প্রেমীরা।
টুইটারে পোস্ট করলেন শাহরুখ খানের ছবি। ছবির পাশে অবিনাশ লিখেছেন, ‘কলকাতার স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন শাহরুখ খান। ৮০-র দশকের ছবি।’
Shah Rukh Khan Waiting For A Train In Kolkata Railway Station. Mid 80s pic.twitter.com/Qg5srLYLn0
— Avinash Das (@avinashonly) November 7, 2021
ছবিতে দেখা যাচ্ছে, স্টেশনের মাঝে গাছের বেদীতে বসে রয়েছেন দু’জন। পাশে দাঁড়িয়ে শাহরুখ। দেখে মনে হচ্ছে, তিন জনই একে অপরকে চেনেন। হাতে কয়েকটি জিনিস, যা ছবিতে স্পষ্ট নয়। আর সে দিকে তাকিয়ে রয়েছেন বাদশা। পরনে সাদা রঙের সাদামাঠা কুর্তা, নীচে কাপ়ড়ের প্যান্ট। গলায় একটি কালো সুতোর মালা।
যদিও অবিনাশের পোস্টে সেই ছবি নিয়ে বিতর্ক হয়েছে। কারও দাবি, সেটি শিয়ালদহ বা হাওড়া স্টেশনের ছবি নয়। কেউ বা আবার শাহরুখকে নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন। অনেকের মতে অবিনাশ যাঁকে শাহরুখ ভাবছেন, তিনি কিং খান নন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy