Advertisement
২৮ জানুয়ারি ২০২৫
Shah Rukh Khan

‘আমাকে দেখলে তো ৩০ বছরেরই মনে হয়’! ষাট বছরে প্রান্তে এসে নিজেই জানালেন শাহরুখ খান

গত বছর ‘জওয়ান’ ছবিতে অবশ্য তরুণ চরিত্রের পাশাপাশি শাহরুখের এক প্রৌঢ় রূপও ছিল। কাঁচা-পাকা চুলের বাবা শাহরুখকেই বেশি পছন্দ করেছিলেন দর্শক।

Image of Shah Rukh Khan

চলতি বছরই প্রবীণ নাগরিক হবেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৪:৫৭
Share: Save:

তাঁর জন্ম ১৯৬৫ সালে। অর্থাৎ, এ বছর শেষ হওয়ার আগেই তিনি পা দেবেন ৬০ বছরে। ভারতে চিহ্নিত হবেন প্রবীণ নাগরিক হিসাবে!

এ সব কথা আদৌ মনে রাখেন শাহরুখ খান? রাখেন, তবে তাতে তাঁর আত্মবিশ্বাস টলে না। এখনও মঞ্চে উঠে নাচের ছন্দে মাতিয়ে দেন দর্শকদের, পর্দা তো রয়েছেই। এ বার দুবাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে নিজেই দাবি করলেন, তাঁকে দেখতে এখনও ৩০ বছরের যুবকের মতোই রয়েছে!

এই মূহূর্তে শাহরুখ রয়েছেন দুবাইয়ে। সেখানেই চলছে তাঁর নতুন ছবি ‘কিং’-এর শুটিং। ইতিমধ্যে এই ছবির পরিচালক বদলেছেন। সুজয় ঘোষের হাত থেকে দায়িত্ব গিয়ে পড়েছে ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতে। আগামী দু’এক মাসে দেশে ফিরবেন শাহরুখ। তিনি নিজেই জানিয়েছেন, আসন্ন ছবির বেশ কিছু অংশের শুটিং হবে মুম্বইয়েও। তবে এর বেশি কিছু তিনি জানাতে নারাজ। বলেছেন, “আমার পরিচালক খুব কড়া। তিনি বলে দিয়েছেন, ‘ছবিতে তুমি কী করছ, সে বিষয়ে কাউকে কিছু বলবে না।’ ফলে আমি বলতে পারব না আমাকে কী ভাবে দেখা যাবে। এটুকু বলতে পারি, আপনারা মজা পাবেন, বিনোদনে ভরপুর।”

দুবাইয়ের অনুষ্ঠানে একের পর এক গানে নেচেছেন শাহরুখ। সবই তাঁর নিজের গান। শুনিয়েছেন সংলাপ। আর তার পরই বলেছেন, “এ বছর আমি ৬০-এ পা দেব, কিন্তু সত্যিই আমাকে ৩০ বছরের মতো দেখতে লাগে।”

এখনও শাহরুখ অভিনয় করেন আগের মতো ভাব ভঙ্গি বজায় রেখে। গত বছর ‘জওয়ান’ ছবিতে অবশ্য তরুণ চরিত্রের পাশাপাশি শাহরুখের এক প্রৌঢ় রূপও ছিল। কাঁচা-পাকা চুলের বাবা শাহরুখকেই বেশি পছন্দ করেছিলেন দর্শক। তাঁর সংলাপই বেশি জনপ্রিয়।

অন্য বিষয়গুলি:

Bollywood Star Shah Rukh Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy