Advertisement
E-Paper

তাঁর বয়স ৬৪, বান্ধবীর ৩০, নতুন সম্পর্কে জড়িয়ে অনুরাগীদের চমকে দিলেন অস্কারজয়ী অভিনেতা

তিন বার বৈবাহিক সম্পর্কে থেকেছেন শন। কিন্তু কোনওটাই স্থায়ী হয়নি। এ বার নিজের অর্ধেক বয়সি বান্ধবীর সঙ্গে অভিনেতার সম্পর্ক ঘিরে চর্চা শুরু হয়েছে।

Sean Penn 64 makes red carpet debut with 30 year old girlfriend Valeria Nicov

(বাঁ দিকে) শন পেন। ভালেরিয়া নিকোভ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৪:৪০
Share
Save

প্রেম এবং সম্পর্কে বয়স যে কোনও বাধা নয়, তার প্রমাণ অনেক তারকাই দিয়েছেন। এ বার প্রেমিকাকে নিয়ে রেড কার্পেটে হেঁটে অনুরাগীদের চমকে দিলেন অস্কারজয়ী হলিউড অভিনেতা শন পেন।

শন যে সম্পর্কে রয়েছেন, তা নিয়ে গুজব ছিলই। সম্প্রতি একটি চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা। সেখানেই বান্ধবীকে নিয়ে রেড কার্পেটে হাঁটতে দেখা যায় তাঁকে। চমকের এখানেই শেষ নয়। শনের বয়স এখন ৬৪ বছর। কিন্তু তাঁর বান্ধবী, পেশায় মডেল ভালেরিয়া নিকোভের বয়স ৩০ বছর। অসম বয়সের এই সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে চর্চা শুরু হয়েছে।

চলতি বছর সেপ্টেম্বরে স্পেনের মাদ্রিদে পাপারাৎজ়িরা প্রথম শন এবং ভালেরিয়াকে ক্যামেরাবন্দি করেন। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শন কোনও প্রতিক্রিয়া দেননি। তবে রেড কার্পেটে যুগলের একত্র উপস্থিতিকে অনুরাগীরা সম্পর্কে সিলমোহর বলেই ধরে নিয়েছেন।

‘মিস্টিক রিভার’ এবং ‘মিল্ক’ ছবির জন্য অস্কার জেতেন শন। এর আগে তিনি তিন বার বিয়ে করেছেন। ১৯৮৫ সালে পপ তারকা ম্যাডোনাকে বিয়ে করেন শন। তবে চার বছর পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর অভিনেত্রী রবিন রাইট এবং লেইলা জর্জকে বিয়ে করলেও, সম্পর্ক টেকেনি। এ বার শনের সঙ্গে ভালেরিয়ার সম্পর্ক আগামী দিনে কোন দিকে বাঁক নেয়, সেটাই দেখার।

Sean Penn Hollywood Actor Relationship Celebrity Life Hollywood News

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}