দুধ সাদা সারারায় নাচছেন সারা আলি খান। পেছনে বাজছে তাঁরই ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এর ‘সুইটহার্ট’ গানটি। সোমবার নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে এমনই একটি ‘ফিরে দেখা’ ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রথম গান’।
তাঁর ক্যারিশমায় মুগ্ধ নেটিজেনরা। প্রশংসায় ভরে গিয়েছে সারার ইনস্টাগ্রামের দেওয়াল। এমনিতেই সারার ‘গার্লস টু নেক্সট ডোর’ ইমেজের জন্য নেটিজেনদের বেশ পছন্দেরই সারা। স্টারডমের ছোঁয়া নেই। বরাবরই সারা যেন ‘ঘরের মেয়ে’।
অভিনয়ের পাশাপাশি নাচের প্রতিও সারার অনুরাগ অনেক দিনের। এর আগেও ২০১৮-তে এক বিয়েবাড়িতে সারার নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়োতেও দেখা গিয়েছিল, আপন খেয়ালে নাচে মগ্ন বছর চব্বিশের সারা আলি খান।
বেশ কিছু দিন ধরে অবশ্য বেজায় ব্যস্ত সারা। হাতে রয়েছে ‘কুলি নম্বর ১’ এবং ‘লাভ আজ কাল ২’-এর মতো দুটো বিগ বাজেটের ছবি। কার্তিকের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়নও এখন বি-টাউনের অন্যতম চর্চিত বিষয়।
আরও পড়ুন-‘পাকিস্তানও রকেট ওড়াতে পারে’! আরশাদের টুইট ঘিরে বেজায় শোরগোল
আরও পড়ুন- মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই ইন্টারনেটে ফাঁস রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’!