সবে কয়েক বছর হল ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন সারা আলি খান। আরেক জন আলিয়া ভট্ট। মাত্র ১০ বছরের মধ্যে বলিউডের পয়লা নম্বর অভিনেত্রীর তকমা পাওয়া থেকে বিয়ে করে সংসারী হওয়া। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া, তার পর আবার এক সন্তানের মা হয়েছেন আলিয়া। বয়সের নিরিখে সারা ও আলিয়ার মধ্যে যে খুব ফারাক রয়েছে তেমন নয়। কিন্তু কেরিয়ারের দিক থেকে বলিউডের অনেককেই পিছনে ফেলে দিয়েছেন আলিয়া। সেটা দেখে মাঝেমধ্যে হিংসে হয় সারার। যদিও এত সাফল্যের মাঝে আলিয়ার কোন দিকটি নিয়ে চিন্তা করেন সইফ-কন্যা?
আরও পড়ুন:
এক সাক্ষাৎকারে সারা বলেন, ‘‘যখন আলিয়া জাতীয় পুরস্কার পেল, আমি ভেবেছিলাম, ও এটাও পেয়ে গেল। আবার এই সময়ে ওর একটা সন্তানও আছে, জীবনে এর থেকে বেশি কী-ই বা চাই। কিন্তু আমি জানি না এটি পেতে কীসের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। এই অবস্থানে পৌঁছনোর জন্য তাকে অবশ্যই অনেক প্রতিকূলতা এবং হতাশার মুখোমুখি হতে হয়েছে। আসলে যে কোনও মুদ্রার দুটো পিঠ থাকে।’’