সলমন ও সঞ্জয়
বলিউডে কোভিড সংক্রমণ বাড়ছে। পাশাপাশি, বাড়ছে অতিমারী সচেতনতাও। ইতিমধ্যেই টিকা নিয়ে সংক্রমণকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ধর্মেন্দ্র, হেমা মালিনী, সেফ আলি খান, অনুপম খের, পরেশ রাওয়াল, আশিস বিদ্যার্থী, শিল্পা শিরোদকরের মতো তারকা। সেই দলে যুক্ত হলেও হেভওয়েট আরও ২ তারকা সঞ্জয় দত্ত ও সলমন খান। বলিউড সূত্রে খবর, মঙ্গলবার বম্বে পুরসভা হাসপাতালের অন্তর্গত জাম্বো টিকাকরণ কেন্দ্রে গিয়ে করোনা টিকা নেন ৬১ বছরের অভিনেতা সঞ্জয়। বুধবার, বান্দ্রার একটি বেসরকারি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নিতে দেখা গিয়েছে সলমন খানকে।
২ তারকা শুধুই টিকা নেননি। অনুরাগীদের সচেতন করতে সামাজিক মাধ্যমে টিকা নেওয়ার কথা ভাগ করে নিয়েছেন। পাশাপাশি সঞ্জয় ছবিও তুলেছেন হাসপাতাল কর্মীদের সঙ্গে। পরে নেট মাধ্যমে সেই ছবি শেয়ার করেন তিনি। আন্তরিক ধন্যবাদ জানান ডা. ধেরে এবং তাঁর টিমকে।
Took my first dose of vaccine today....
— Salman Khan (@BeingSalmanKhan) March 24, 2021
কাজের দিক থেকেও ২ তারকা ব্যস্ত। তাই অসুস্থতা যাতে কোনও মতেই কাজের বাধা না হয়ে দাঁড়ায়ে তার জন্যও টিকা নিয়েছেন, দাবি তাঁদের। সঞ্জয়কে শেষ দেখা গিয়েছে মহেশ ভট্টের ‘সড়ক ২’ ছবিতে। হাতে রয়েছে, ‘সামসেরা’, ‘পৃথ্বীরাজ’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-র মতো বড় বাজেটেক ছবি। ভাইজান জোরকদমে প্রচার চালাচ্ছেন তাঁর আগামী ছবি ‘রাধে’র। চলতি বছরের মে মাসে, ইদে মুক্তি পাবে প্রভুদেবা পরিচালিত এই ছবি। সলমনের বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, জারিনা ওয়াহব, রণদীপ হুডা, মেঘা আকাশ।
Received my first shot of the COVID-19 vaccine today at the BKC vaccine center.
— Sanjay Dutt (@duttsanjay) March 23, 2021
I want to congratulate Dr. Dhere and his entire team for doing such a wonderful job! I have so much love & respect for them & their hard work. Jai Hind! pic.twitter.com/LcSNoAsf0G
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy