সন্দীপ রায়, সত্যজিৎ রায় ও মিস শেফালি। ফাইল চিত্র।
আরতি দাস ওরফে মিস শেফালির অভিনয় আর নৃত্যদক্ষতার খবর পৌঁছে গিয়েছিল বিশপ লেফ্রয় রোডের রায় বাড়িতেও।
শেফালি নিজেই তাঁর সম্পর্কিত বইয়ে বলেছেন, ‘‘ফোন করে বলেছিলেন ‘আমি সত্যজিৎ রায় বলছি। আমার নাম হয়তো শুনে থাকবেন।’’
সেখান থেকেই শুরু। তারপর সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০) এবং ‘সীমাবদ্ধ’ (১৯৭১) ছবিতে অভিনয় করেছেন শেফালি।
‘‘বাবার কাছেই শুনেছি ওঁকে দৃশ্যটা একবার বুঝিয়ে দেওয়ার পরে আর দ্বিতীয়বার বলতেই হয়নি। এত প্রাণবন্ত সহজ অভিনয় করেছিলেন তিনি’’, আনন্দবাজার ডিজিটালকে বললেন সত্যজিৎ-পুত্র পরিচালক সন্দীপ রায়।
আরও পড়ুন: ‘অথচ শেফালিকে অভিনেত্রী কেউ বলেনি...’
‘প্রতিদ্বন্দ্বী’-র পরে তাই আবার ‘সীমাবদ্ধ’-তেও ডাক পড়ে অভিনেত্রী আরতি দাসের। ‘‘সীমাবদ্ধের ক্ষেত্রেও খুব স্বচ্ছন্দে ওরকম একটা দৃশ্য করে ফেলেছিলেন তিনি। অভিনেত্রী হিসেবে ওঁকে সম্মান করতেনবাবা। আমাদের বিয়েতেও নিমন্ত্রণ করেছিলেন। পরবর্তীকালে যতবার দেখা হয়েছে তত বারই ওঁর সহজ সরল ব্যবহার মুগ্ধ করেছে আমাদের’’, যোগ করলেন সন্দীপ রায়।
আরও পড়ুন: ঝরে গেলেন মহানগরের রাতপরি মিস শেফালি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy