সম্পর্কে প্রতারণার শিকার, তার পর বিচ্ছেদ। যখন প্রাক্তন স্বামী নাগা চৈতন্য নতুন প্রেমিকা, অর্থাৎ বর্তমান স্ত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে প্রেম ও বিয়ের পরিকল্পনা সারছেন, ঠিক সেই সময় সামান্থা রুথ প্রভু অভিনয় থেকে দূরে বিরহের সঙ্গে যুঝছিলেন। দোসর মায়োসাইটিস অসুখ। ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর প্রয়াস করেছেন অভিনেত্রী। এ বার সরাসরি বার্তা দিলেন নিজের 'ঘর ওয়াপসি' নিয়ে। সাফ জানিয়ে দিলেন, অভিনয়ের সঙ্গে দূরত্ব মুছে ফেলবেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সামান্থা জানালেন, সিনেমা তাঁর প্রথম ভালবাসা। অভিনয় থেকে দূরে থাকতে পারেন না তিনি। তবে এ-ও জানিয়ে দিলেন, ভবিষ্যতে প্রেমজীবন নিয়ে আর কথা বলতে নারাজ। নাগার সঙ্গে চার বছর প্রেম তার পর বিয়ের পিঁড়িতে বসেন। চার বছরের দাম্পত্যের পর বিচ্ছেদ হয় তাঁদের।
সম্প্রতি ‘সিটাডেল: হানি বানি’ সিরিজ়ে বরুণ ধওয়ানের সঙ্গে অভিনয় করে ফের দর্শকের নজরে আসেন তিনি। এ বার জানালেন, ধারাবাহিক ভাবে অভিনয়ের দুনিয়াতেই থাকতে চান। এই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, “আমার মনে হয় যথেষ্ট বিরতি পেয়েছি।” সামনে একাধিক বড় কাজ। ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজ়ের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চালাচ্ছেন। আগামী দুই মাসে অন্য একটি ছবির শুটিং শুরু হওয়ার কথা।
সামান্থার এই সিদ্ধান্তে খুশি অনুরাগীরাও। বর্তমানে ‘মা ইন্তি বাঙ্গারাম’ ছবিতে কাজ করছেন অভিনেত্রী। নায়িকার পাশাপাশি এই ছবির প্রযোজকও তিনি। ছবির প্রথম পোস্টার ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকমহলে।