Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

আগের থেকে অনেক দামি! ‘বিগ বস’-এর জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন সলমন জানেন?

বলিউড সূত্রে খবর, প্রতিটি ছবির জন্য সলমনের আয় ৪০ থেকে ৫০ কোটি। কিন্তু হিসেব বলছে, শুধুমাত্র বিগ বসের মাধ্যমেই এ বার ৬/৭টা ছবির বাজেট গুছিয়ে নিতে চলেছেন ভাইজান!

সলমন খান।

সলমন খান।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:০০
Share: Save:

‘বিগ বস’ –এর জন্য সলমন খানের গত সিজন অবধিও পারিশ্রমিক ছিল আনুমানিক ১৫ কোটি টাকা। বিশেষ সূত্রে খবর, এ বার নাকি ভাইজান তাঁর দর হাঁকিয়েছেন এর চেয়েও অনেক গুণ বেশি! টাকার অঙ্কটা নাকি এতটাই যে ওই টাকায় পাঁচ-সাতটা সিনেমা করে নিতেন সলমন খান।

আসছে ‘বিগ বস ১৪’। অক্টোবরেই প্রিমিয়ার হওয়ার কথা ওই জনপ্রিয় শো-এর। সঞ্চালকের ভূমিকায় প্রতি বারের মতো এ বারেও থাকছেন ভাইজান। ইতিমধ্যেই নাকি প্রতিযোগীর খোঁজ শুরু হয়ে গিয়েছে। সূত্র বলছে, ‘বিগ বস’- এ আগের বারের থেকে অনেকটাই আলাদা। তাতে রয়েছে নয়া সাসপেন্স, নয়া ড্রামা। আর তা বুঝেই ভাইজান নাকি এপিসোড প্রতি প্রায় ৫ কোটি টাকা বাড়িয়ে দিয়েছেন।

আগে ছিল ১৫, আর পাঁচ কোটি বেড়ে হয়েছে কুড়ি কোটি। সুতরাং সিজন শেষে সলমনের ঘরে ঢুকতে চলেছে ৪৫০ কোটির কাছাকাছি। আগের সিজনে পেয়েছিলেন মোট ২৫০ কোটি। এ বার ছক্কা মেরে একেবারে দ্বিগুণ! আর যদি আগের বারের মতো এ বারেও জনপ্রিয়তার কারণে সিজন বর্ধিত হয় তা হলে তো সোনায় সোহাগা। সল্লু মিয়াঁ বাড়ি নিয়ে যাবেন আরও বেশ কয়েক কোটি। ভাবতে পারছেন! যদিও বিগ বস- তরফে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানান হয়নি।

আরও পড়ুন- দুই রণবীরের ড্রাগ পরীক্ষা হোক, নতুন দাবি কঙ্গনার

বলিউড সূত্রে খবর, প্রতিটি ছবির জন্য সলমনের আয় ৪০ থেকে ৫০ কোটি। কিন্তু হিসেব বলছে, শুধুমাত্র বিগ বসের মাধ্যমেই এ বার ৬/৭টা ছবির বাজেট গুছিয়ে নিতে চলেছেন ভাইজান!

অন্য বিষয়গুলি:

Salman Khan Big Boss Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy