Advertisement
১১ জানুয়ারি ২০২৫
Salman Khan

ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাক ‘রাধে’, সলমনকে চিঠি দিলেন প্রদর্শকেরা

অভিনেতার এই যুক্তিরও পাল্টা যুক্তি খুঁজে নিয়েছেন প্রদর্শকরা। চিঠিতে জানিয়েছেন, সিনেমাহলে গিয়ে কেউ কোভিড আক্রান্ত হয়েছে, এমন ঘটনা পৃথিবীর কোনও প্রান্তে এখনও পর্যন্ত শোনা যায়নি।

সলমন খান।

সলমন খান।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ১৭:০৩
Share: Save:

ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে সলমনের পরবর্তী ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর মুক্তির আবেদন জানিয়ে অভিনেতাকে চিঠি লিখলেন ছবি প্রদর্শকরা। শোনা যাচ্ছিল, বলিউডের আর ৫টি বড় বাজেটের ছবির মতো কোভিড পরিস্থিতির কারণে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে ‘রাধে’। কিন্তু লকডাউনে লোকশানে থাকা প্রদর্শকদের বিশ্বাস সলমনের ছবির হাত ধরেই নতুন বছরের বক্স অফিসের হাল ফিরবে। স্বভাবতই সলমনের এই ছবিকে হাতছাড়া করতে চাইছেন না তাঁরা।

সলমনকে লেখা চিঠিতে জানানো হয়েছে, তাঁর ছবি অনেক বছর ধরে সিনেমাহলে দর্শক নিয়ে এসেছে তাই এই কঠিন পরিস্থিতে আরও একবার ঘুরে দাঁড়াতে সলমনের সাহায্যপ্রার্থী তাঁরা। তাঁদের কথায়, ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই এমন একটি ছবি যা সিঙ্গল স্ক্রিনকে পুনরুজ্জীবিত করে তুলতে পারে।’ কিন্তু এ বিষয়ে খোদ সলমন কী ভাবছেন? জন্মদিনে ছবি মুক্তির প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা জানান, এই মুহূর্তে এ সব নিয়ে তিনি কিছু ভাবছেন না। ছবির থেকেও তিনি দর্শকদের নিয়ে বেশি চিন্তিত। সলমনের কথায়, “এখন মানুষের সুরক্ষাটাই সবচেয়ে আগে।ভগবান না করুন, থিয়েটারে গিয়ে যদি কারও কিছু হয়, সেটা আমরা কেউই মেনে নিতে পারব না।”

অভিনেতার এই যুক্তিরও পাল্টা যুক্তি খুঁজে নিয়েছেন প্রদর্শকরা। চিঠিতে জানিয়েছেন, সিনেমাহলে গিয়ে কেউ কোভিড আক্রান্ত হয়েছে, এমন ঘটনা পৃথিবীর কোনও প্রান্তে এখনও পর্যন্ত শোনা যায়নি। এমনিতেই দর্শকদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তাঁরা। যদিও ২০২১ সালে ইদে ছবি মুক্তির পরিকল্পনা করছেন সলমন। প্রদর্শকরাও চাইছেন রীতি মেনে ওই সময়ই হলে আসুক ‘রাধে’।

ঘুরে দাঁড়াতে সলমনের সাহায্যপ্রার্থী প্রদর্শকেরা।

তবে কি ফের বড় পর্দায় সলমনের ম্যাজিক দেখতে লাইন পড়বে হলগুলির টিকিট কাউন্টারের সামনে? উত্তর সময় দেবে।

আরও পড়ুন: হনিমুনেও ডিম্পলকে একা নিয়ে যাননি রাজেশ খন্না!

আরও পড়ুন: তিন বছরের প্রেম পরিণতি পেল, রেজিস্ট্রি বিয়ে সারলেন ওম-মিমি​

অন্য বিষয়গুলি:

Salman Khan Radhe: Your Most Wanted Bhai Coronavirus Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy